সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “উনিশটিবার মেট্রিকে সে/ ঘায়েল হয়ে থামল শেষে।” সুকুমার রায়ের ‘সৎপাত্রে’র এমনতর অধ্যাবসায়কেও হার মানিয়েছেন লখনউয়ের (Lakhnau) কিংস জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি চার ডাক্তারি পড়ুয়া। গত ২৬ বছর ধরে একই কলেজে ডাক্তারি নিয়ে পড়াশোনা করে চলেছেন তাঁরা। যদিও আজ অবধি প্রথম সেমেস্টার ডিঙোতে পারেননি। এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কলেজ কর্তৃপক্ষ। ওই চার পড়ুয়াকেই বহিষ্কৃত করা হয়েছে। তাঁদের আর ভরতি নেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এমনিতে ডাক্তারি পড়া শেষ করার জন্য নির্দিষ্ট কোনও সময় নেই ওই কলেজে। তাই বলে কেউ একটানা ২৬ বছর ধরে অকৃতকার্য হয়ে চলবেন, এমনটা আর মেনে নিতে পারছে না লখনউয়ের কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি কোন ছাত্ররা গত গত ১০ বছর ধরে খুব খারাপ ফল করছেন, তাও ক্ষতিয়ে দেখা হয়। তখনই চিহ্নিত করা হয় ৩৭ জন পড়ুয়াকে। তবে ওই চার পড়ুয়ার কাণ্ড যাকে বলে চমকে দেওয়ার মতো।
তাঁদের মধ্যে একজন ১৯৯৭ সাল থেকে ডাক্তারি পড়ছেন, একজন ১৯৯৯ সাল থেকে কলেজের ছাত্র। বাকি দু’জন ২০০১ এবং ২০০৬ সাল থেকে কিংস জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে পাঠরত। অথচ প্রথম সেমেস্টারটুকুও পাশ করতে পারেননি। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, দুর্বল পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা হয়েছিল। পরীক্ষার ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়া হয়। তার পরেও পাশ করতে পারেননি তাঁরা। এবার কলেজের এগজ়িকিউটিভ কাউন্সিল জানিয়েছে, ওই চার পড়ুয়াকে কলেজ আর কোনও রকম ছাড় দিতে চায় না। তাই ওই চার জনকে কলেজে আর নতুন করে ভরতিও নেওয়া হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.