Advertisement
Advertisement

এবার কুকুরেরও পরিচয়পত্র! গলায় ঝোলানো QR কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য

ব্যাপারটা কী?

20 Stray Dogs Given 'Aadhar Cards' With QR Codes in Mumbai | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 17, 2023 4:59 pm
  • Updated:July 17, 2023 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কুকুরেরও আধারকার্ড! মুম্বই বিমানবন্দরের বাইরে রীতিমতো গলায় পরিচয়পত্র ঝুলিয়ে ঘুরছে চার পেয়েরা। সেখানে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে কুকুরটির যাবতীয় তথ্য।

বিষয়টা ঠিক কি? সম্প্রতি মুম্বই পুরসভার তরফে পথকুকুরদের গলায় পরিচয় পত্র ঝোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, পথ কুকুরদের একটা ডেটাবেস তৈরি। এছাড়া যদি কোনও সারমেয় হারিয়ে যায়, পরিচয়পত্র সহজেই তাকে ফিরিয়ে দেবে যথাস্থানে। সেই কারণেই প্রাথমিকভাবে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের বাইরে ২০ টি কুকুরের পরিচয়পত্র দেওয়া হয়েছে। একটি কার্ড ঝোলানো হয়েছে সারমেয়র গলার বেল্টে। তাতে রয়েছে একটি কিউআর কোড।

Advertisement

[আরও পড়ুন: ‘সুপ্রিম কোর্ট কি পোস্ট অফিস?’ কেরলের আইনজীবীর আজব আবেদনে মন্তব্য বিচারপতিদের]

জানা গিয়েছে, ওই কিউআর কোড স্ক্যান করলেই দেখা যাবে কুকুরটির জাত, ভ্যাকসিনের বিস্তারিত তথ্য এবং শারীরিক কোনও অসুস্থতা রয়েছে কি না। জানা গিয়েছে, বর্তমানে ২০ টি কুকুরের পরিচয়পত্র হলেও পরবর্তীতে ধীরে ধীরে সব পথকুকুরই পরিচয়পত্র পাবে বলে খবর। প্রসঙ্গত, পুরসভার এক পশু চিকিৎসক, এক পশুপ্রেমী ও বিমানবন্দরের উপস্থিতিতে এই পরিচয়পত্র পরানো হয়।

[আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি, শাবকের জন্ম দিল সাদা বাঘ কিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement