সংবাদ প্রতিদিন ডিজিটাল: কথায় বলে টাকা পয়সা যত সাবধানে রাখা যায় ততই ভাল। বাড়িতে ছেলেপিলে থাকলে তো কথাই নেই। তাঁর হাতের কাছে যাতে কোনওভাবেই নোট বা কয়েন না যায়, এতে নানা রকমের বিপদ হতে পারে। নোট যেমন সে ছিঁড়ে ফেলতে পারে তেমনি কয়েন গিলে ফেলারও সম্ভাবনা থাকে। সে সাবধানবাণী তো অনেকই রয়েছে। কিন্তু শোনে আর ক’জন। এমনই এক অসাবধানতার জেরে খেসারত দিতে হল এই মার্কিন দম্পতিকে।
So me and my wife had been saving up to pay for our @Utah_Football tickets in cash. We pulled our money out yesterday to pay my mom for the season… Well we couldn’t find the envelope until my wife checked the shredder. Yup. 2 year old shredded $1,060. pic.twitter.com/93R9BWAVDE
— BB (@Benbelnap) October 2, 2018
মার্কিন মুলুকের উটার বাসিন্দা জ্যাকি এবং বেন বেনলাপ। প্রায় একবছর ধরে তাঁরা টাকা জমাচ্ছিলেন স্থানীয় ফুটবল লিগের সিজন টিকিট কিনবেন বলে। টাকা জমিয়ে রেখেছিলেন একটি মুখবদ্ধ খামে। উদ্দেশ্য ছিল টিকিট কিনতে গিয়ে এক্কেবারে খুলবেন খামের মুখ। একদিন বাদেই টিকিট কিনতে যাওয়ার কথা ছিল। সেই মতো মুখবন্ধ খামটিকে টেবিলের উপর রেখে কাজে বেরিয়ে যান দুজনেই। কিন্তু কপালে না থাকলে কি আর ভাল কিছু পাওয়া যায়। দম্পতির কষ্টের সেই সঞ্চয়ে হয়তো রাহুর দৃষ্টি ছিল। খামটি হাতে চলে যায় বছর দুইয়ের ডানপিটে ছেলে লিওর হাতে। প্রথমে সে খামটিকে ভাল করে দেখে। কী জিনিস বুঝতে না পেরে একটি যন্ত্রের মধ্যে ফেলে কুচি কুচি করে কাটে। তারপর এক জায়গায় মার্কিন ডলারের দেহাবশেষ জড়ো করে ঘটনাস্থল থেকে কেটে পড়ে।
বাড়িতে ফিরে এই কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ বেনের। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সে জানায় ওই খামটির ভিতরে ১ গাজার ৬০ মার্কিন ডলার ছিল। ভারতীয় বাজারে যার অর্থমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এত টাকা একসঙ্গে এভাবে নষ্ট হওয়ায় বেশ দুঃখই পেয়েছেন। নেটিজেনরা অবশ্য এতে দুঃখের চেয়ে মজাই বেশি পাচ্ছেন। খুদের কীর্তিকে অনেকেই হাসি ঠাট্টার ছলে নিচ্ছেন। এসবের মধ্যে ওই দম্পতির একটি সান্ত্বনার কারণও রয়েছে অবশ্য । মার্কিন মুলুকে এই ছেড়া নোটের জন্য সরকারের আলাদা দপ্তর আছে। সেখানে নোটের ছেড়া অংশ গুলি জমা দিলে এক-দু বছরের মধ্যেই তাঁরা টাকা ফেরতও পেয়ে যাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.