Advertisement
Advertisement

Breaking News

policemen

আদালতে হাজিরায় আধ ঘণ্টা দেরি, ২ পুলিশ কর্মীকে ২ ঘণ্টা ঘাস কাটার সাজা!

মহারাষ্ট্রের ঘটনায় শোরগোল।

2 policemen reached court half an hour late, judge sentenced them to cut grass | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 22, 2023 7:54 pm
  • Updated:November 22, 2023 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্প কথায় এমন শাস্তি হতে পারে। রাজা বা সুলতানদের আমলে ঘটলেও অবাক হওয়ার কিছু ছিল না। তাই বলে ২০২৩ সালে মহারাষ্ট্রের (Maharashtra) একটি নিম্ন আদালতে এমন শাস্তি দেবে! মেনে নেওয়া কঠিন। আসামিদের নিয়ে আদালতে পৌঁছতে আধ ঘণ্টা দেরি হয়েছিল দুই পুলিশ কর্মীর। এই ঘটনায় ক্ষুব্ধ ম্যাজিস্ট্রেট দুই পুলিশ কর্মীকে দু’ঘণ্টার ঘাস কাটার ‘শাস্তি’ দেন।

মহারাষ্ট্রের পরবনি জেলার এই প্রশাসনিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। বর্তমান ঘটনাটি গত সপ্তাহের বলে জানা গিয়েছে। সেখানকার মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে ধরা পড়া এক আসামীকে নিয়ে হাজির হন আদালতে। ১১টায় হাজিরার কথা থাকলেও দুই পুলিশ কর্মী আধ ঘণ্টা পরে সাড়ে ১১টা নাগাদ হাজির হয়েছিলেন। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি। দুই পুলিশ কর্মীকে দু’ঘণ্টার ঘাস কাটার নির্দেশ দেন তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]

পুলিশ কর্মীদের প্রশ্ন, বিচারক এমন সাাজ কেন দেবেন? কর্তৃপক্ষকে বলতে পারতেন দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ব্রিটিশ আমলেও পুলিশকে ঘাস কাটার সাজা দেওয়ার কথা শোনা যায়নি। যদিও ম্যাজিস্ট্রেটের আদেশ এখনও কার্যকর হয়নি। ঘাস কাটেননি দুই পুলিশ কর্মী। আপাতত উপর মহলকে গোটা ঘটনা জানিয়েছেন তাঁরা। অন্যদিকে পুলিশের সংগঠনগুলি সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

 

[আরও পড়ুন: অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা গাজায়! হামাসের সঙ্গে চুক্তি ইজরায়েলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement