সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে ভয়ংকর চেহারা নিয়েছে কিকি চ্যালেঞ্জ৷ এই বিপজ্জনক চ্যালেঞ্জেই মেতেছে আট থেকে আশি সকলে৷ সেলিব্রিটি থেকে আমজনতা কে নেই সেই তালিকায়? যে যার নিজের ছন্দে নেচে চলেছে সঙ্গে চলন্ত গাড়ি৷ এই হুজুগের কিকি দুর্ঘটনাও কম হচ্ছে না৷ কেউ ল্যাম্পপোস্টে ধাক্কা খাচ্ছে কেউ বা চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়েছেন৷ তাতেও কিকির জ্বর রোখা যাচ্ছে না৷
The only #kikichallenge that I approve of! Desi style and completely safe! Mera Bharat Mahaan! #InMyFeelingsChallenge #DesiKiki #Kiki #KiKiHardlyAChallenge pic.twitter.com/HiTXl5bucR
— Vivek Anand Oberoi (@vivekoberoi) August 3, 2018
[আয় বাড়াতে মমতা মডেলেই হাঁটতে চায় রেল]
কিন্তু এত কিছু করেও ভাইরাল কিকিতে সকলকে পিছনে ফেলে দিলেন দুজন কৃষক৷ স্টাইল, অ্যাটিটিউড এবং স্টান্ট কোনও কিছুতেই কথা হবে না৷ তেলেঙ্গানার এই দুই কৃষক ড্রেকের ‘ইন মাই ফিলিংস’ গানের তালে যেভাবে নাচলেন তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ এই ভিডিওতে দেখা যায় বছর চব্বিশের গিলা অনিল কুমার এবং বছর আঠাশের পিল্লি তিরুপতি ক্ষেত্রে মধ্যে গরু, লাঙল-সহ চাষ করতে করতে নেচে চলেছে৷ ইতিমধ্যেই তাঁদের ভিডিওর ভিউয়ার সংখ্যা ১৬ লক্ষের গণ্ডি ছুঁয়েছে৷ এখানেই শেষ নয়, সেলেব্রিটিরাও এই ভিডিও শেয়ার করছেন৷ বলি সেলেব বিবেক ওবেরয় শেয়ার করেছেন এই কিকি চ্যালেঞ্জের ভিডিও৷
তেলেঙ্গানার এই দুই কৃষকের বাবা ও মা দু’জনেই একটি ফার্মে কাজ করেন৷ ছেলে এভাবে নামজাদা হয়ে যাওয়া চমকে উঠেছেন তাঁরা৷ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিশেষ জ্ঞান নেই কৃষক গিলা অনিল কুমারের বাবা-মায়ের৷ তাই তাঁদৈরকে কিকি চ্যালেঞ্জ সম্বন্ধে বোঝাতে বেশ বেগ পেতে হয়েছেন গিলার৷ এদিকে, অভিভূত হয়ে নিজের একুশ দিনের সন্তানের নামই ‘কিকি’ দিয়েছেন কৃষক পিল্লি তিরুপতি৷
চলতি মাসের শুরুতেই ইউটিউব চ্যানেলে ‘মাই ভিলেজ শো’-তে একটি ভিডিও আপলোড করেছিলেন চলচ্চিত্র পরিচালক শ্রীরাম শ্রীকান্ত৷ নিরাপদে কিকি চ্যালেঞ্জ নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি৷ সেই চ্যালেঞ্জই আপাতত জেনওয়াইয়ের মুখে মুখে ঘুরছে৷ তেলেঙ্গানার এই দুই কৃষকও আপাতত ভুগছেন কিকি জ্বরে৷ ইতিমধ্যে স্থানীয় বেশ কয়েকটি চ্যানেল ও কয়েকজন প্রযোজকের থেকে অভিনয়েরও প্রস্তাব পেয়েছেন গিলা ও তিরুপতি৷ বিপজ্জনক কিকি চ্যালেঞ্জ আপাতত ওই দুই কৃষকের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.