Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

পাত্রী মিলেছে অনেক কষ্টে, মোদি ও যোগীকে বিয়েতে আমন্ত্রণ ২.৩ ফুট উচ্চতার যুবকের

নভেম্বরেই গাঁটছড়া বাঁধছেন আজিম।

2.3 feet tall man from UP is all set to tie the knot in November this year। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 30, 2022 3:19 pm
  • Updated:October 30, 2022 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) শামলি জেলার কাইরানা শহরের বাসিন্দা। উচ্চতা ২.৩ ফুট। প্রসাধনীর দোকান চালান। কম উচ্চতাই হয়ে দাঁড়িয়েছিল কনে পাওয়ায় অন্তরায়। কিন্তু অবশেষে মিলেছে পাত্রী। নভেম্বরেই গাঁটছড়া বাঁধছেন আজিম মনসুরি। আর সেই বিয়েতে আমন্ত্রণ জানাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট আজিম। বহুদিন ধরেই বাড়ির লোক তাঁর জন্য পাত্রী খুঁজছে। কিন্তু ক্রমেই দীর্ঘ হয়েছে অপেক্ষা। গত বছরের মার্চে তিনি শিরোনামে এসেছিলেন পুলিশের কাছেই পাত্রী খুঁজে দেওয়ার আবেদন করায়। সেই সময়ই আজিম জানিয়েছিলেন, পড়াশোনা পঞ্চম শ্রেণির বেশি না হলেও প্রসাধনীর দোকান চালান তিনি। উপার্জন যথেষ্টই হয়। কিন্তু উচ্চতার কারণেই তাঁকে নাকচ করে দিচ্ছে পাত্রীদের পরিবারগুলি।

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেনকে হারাতে না পারার ‘শাস্তি’, রুশ প্রেসিডেন্টের পথ থেকে সরানো হচ্ছে পুতিনকে!]

রীতিমতো বিষণ্ণ গলায় তিনি বলেছিলেন, ”আমি রাতে ঘুমতে পারি না। এতদিন ধরে চেষ্টা করছি। তবুও পাত্রী পাওয়া যাচ্ছে না। আমি কি আমার জীবনটা কারও সঙ্গে ভাগ করে নিতে পারব না?” পাঁচ বছর ধরেই বাড়ির লোক চেয়েছিলেন বাড়ির ছোট ছেলের বিয়ে দিতে। কিন্তু সাফল্য আসেনি। বেড়েছে বিষণ্ণতা।

অবশেষে সেই বিষণ্ণতার অবসান হয়েছে। গত বছরের এপ্রিলেই আজিমের সঙ্গে বাগদান সারা হয়ে গিয়েছে পাত্রীর বুশরার। কিন্তু তখনও তরুণীর স্নাতক স্তরের পড়াশোনা শেষ হয়নি বলে বিয়ে হয়নি। এবার পড়াশোনার শেষে নতুন সংসার শুরু করতে চলেছেন তাঁরা।

উল্লেখ্য, বুশরার উচ্চতা ৩ ফুট। বিয়েতে বিশেষ শেরওয়ানি ও থ্রি পিস স্যুট পরবেন বলে মনস্থ করে ফেলেছেন আজিম। অপেক্ষা জীবনের বিশেষ দিনটিকে স্বপ্নের মতো করে গড়ে তোলার। আপাতত সেই অপেক্ষাতেই অধীর তিনি। আর সেই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর আগমনের আশাতেও বুক বাঁধছেন।

[আরও পড়ুন:ভয়াবহ কাণ্ড দক্ষিণ কোরিয়ায়, হ্যালোইন উৎসবের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৫১ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement