সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ ইউরো (Euro) বা মাত্র ৮৫ টাকায় মিলবে আস্ত একটি বাড়ি! তাও আবার ইতালির (Italy) মতো দেশে? শুনতে অবাক লাগলেও যে দেশে বহু মানুষ ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেন, সেখানেই মাত্র এক ইউরোতে আস্ত একটি বাড়ি কেনা যাবে!
আসলে এই ‘অফার’টি চলছে ইতালির সিসিলির (Sicily) দক্ষিণ–পশ্চিমে অবস্থিত সালেমি শহরে। বিগত কয়েকবছর ধরেই ইতালির ছোট ছোট শহরগুলোর জনসংখ্যা কমে আসছে। এগুলো পরিত্যাগ করে বড় শহরের উদ্দেশে পাড়ি দিচ্ছে সাধারণ মানুষ। আর ছোট শহরগুলোতে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকছে ওই বাড়িগুলো। কমছে শহরের জনঘনত্ব। আর এই সমস্যা সমাধান করতেই এত কম দামে পরিত্যক্ত বাড়িগুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিসিলির ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে এই সালেমি (Salemi) অনেকটাই তাৎপর্যপূর্ণ। আঙুরের ক্ষেতে ঘিরে থাকা এই শহরটির ইতিহাস বহু পুরনো। ষোড়শ শতাব্দীর বহু নির্দশন আজও সেখানে বর্তমান। এক সময় এখানে প্রচুর মানুষ বসবাস করলেও ১৯৬৮ সালের পর থেকে চিত্রটা বদলাতে শুরু করে। ভয়াবহ ভূমিকম্পে শহরের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এরপরই ধীরে ধীরে জৌলুস হারাতে থাকে সালেমি। কাজের সন্ধানে এলাকা ছেড়ে দেশের বড় শহরগুলোতে চলে যান চার হাজারেরও বেশি মানু্ষ। পড়ে থাকে তাঁদের বাড়িগুলো। একেবারে পরিত্যক্ত অবস্থায়।
এরপরই শেষপর্যন্ত নিরুপায় হয়ে পরিত্যক্ত বাড়িগুলোকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রেতা খুঁজে পেতে ন্যূনতম দামে আপাতত সেখানকার বাড়িগুলো বিক্রি করা হচ্ছে। তা সত্ত্বেও কেউই তেমন আগ্রহ দেখাচ্ছে না। করোনার কারণে আরও মুশকিলও হচ্ছে। আপাতত এগুলোর দায়িত্ব সিটি কাউন্সিলের। তাঁরাই এই বাড়িগুলো বিক্রির চেষ্টা করছেন। যাতে জনসংখ্যা হ্রাস পাওয়ার এই সমস্যা থেকে দ্রুত মুক্ত হওয়া যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.