পুজোর পরতে পরতে স্মৃতির সলমাজরি। সময় বদলে গেলে পুজোয় স্বাদবদল। প্লেটপুজোরও। ব্যস্ত দিনকালে পাড়ার পুজোয় পঙক্তিভোজ যেন ভোজবাজির মতোই উধাও। মায়ের হাতের রকমারি রান্না হোক বা ঠাকুমার এক্সক্লুসিভ রেসিপি। পুজোর ভোগ কিংবা নিরামিষ মাংস। হালফিলের রেস্তরাঁয় পেটপুজোর দিনে হারিয়ে গিয়েছে বাঙালির একান্ত প্লেটপুজো।
এই পুজোয় শুরু হোক মেমরি গেম। সাধের পুজোয় ফিরুক হারানো স্বাদ। হাতেগরম, তবে হাতে-কলমে।
লিখে পাঠান আপনার হারিয়ে যাওয়া প্লেটপুজোর স্মৃতি। নির্বাচিত লেখা প্রকাশিত হবে sangbadpratidin.in-এ।
সেরা লেখকরা পাবেন বিশেষ গিফট কুপন।
লেখার শব্দসংখ্যা: ৪০০
লেখা পাঠাতে হবে (.doc/.txt) ফাইলে, পিডিএফ ফাইলে পাঠানো লেখা গ্রাহ্য হবে না
বিশেষ রেসিপি বা খাবারের কথা লিখলে, কিংবা খাওয়াদাওয়ার বিশেষ স্মৃতির কথা জানালে সঙ্গে অবশ্যই পাঠাতে হবে ছবি। ছবি পাঠাবেন .jpeg ফর্ম্যাটে।
লেখা পাঠানোর শেষ তারিখ: ৬ অক্টোবর, ২০২৪
লেখার সঙ্গে অবশ্যই দেবেন নাম, মেল আই-ডি এবং ফোন নম্বর।
সেরা লেখকদের সঙ্গে সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করে নেওয়া হবে। গিফট কুপন সংগ্রহ করতে হবে সংবাদ প্রতিদিন-এর দপ্তর থেকে। *
* সংবাদ প্রতিদিন-এর সঙ্গে যুক্ত কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।