Advertisement
Advertisement

কোন রাশির সঙ্গে প্রেম টিকবে আপনার?

সম্পর্ক টিকে গেলে কিন্তু কেল্লা ফতে!

Zodiac sings should not be chosen as partners

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 11:41 am
  • Updated:September 7, 2023 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম ব্যাপারটা বেশ মধুর। কখন কার সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে যায়, সে খবর রাখা বেশ কঠিন। কিন্তু আজকের যুগে যত সম্পর্ক তৈরি হয় তার চেয়ে ভাঙে বেশি। ঝগড়া, অশান্তি, ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করেই কখন দুটো মানুষ একে অপরের থেকে দূরে চলে যায় সে খবর রাখে না কেউই। সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে ব্যক্তিগত বোঝাপড়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ রাশিফল। জ্যোতিষীরা বলেন, নক্ষত্রের বিচারে বিশেষ জুটি হিসাবে দুটি রাশির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হলে নানা কারণে সেই সম্পর্ক টেকে না। নানা ধরণের সমস্যা তৈরি হয় প্রেমিক এবং প্রেমিকার মাঝে। সেই বিশেষ দুই রাশির সম্পর্ক বিবাহ পর্যন্ত পরিণতি পায় না সহজে।

কিন্তু এই দুই রাশির জাতক-জাতিকারা যদি একবার যাবতীয় বাঁধা অতিক্রম করে একসঙ্গে থাকতে সমর্থ হন, তবে পৃথিবীর কোনও শক্তিই তাঁদের বিচ্ছিন্ন করতে পারবে না বলে জানিয়েছেন জ্যোতিষীরা।

Advertisement

এই বিশেষ জুটিগুলি হল,

এরিস ও ভার্গো

টরাস ও লিব্রা

জেমিনি ও স্করপিও

স্যাজিটেরিয়াস ও ক্যাপ্রিকর্ন

অ্যাকোয়ারিয়াস ও পাইসেস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement