Advertisement
Advertisement

ছোট্ট একটা চেষ্টাতেই রোগা হয়ে যেতে পারেন আপনি!

কী করলে অনায়াসেই মোটা থেকে রোগা হতে পারবেন আপনি?

You can lose your weight, just changing your food schedule
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 8, 2017 9:27 pm
  • Updated:January 8, 2017 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগা হতে চাইছেন। জিম, যোগা, মর্নিংওয়াক কিছুই বাদ রাখেননি? তাতেও শরীরের চর্বি কিছুতেই কমছে না তো? কিন্তু জানেন কি, এত কিছু না করে মাত্র ছোট্ট একটি পরিবর্তনেই আপনি মোটা থেকে রোগা হয়ে যেতে পারেন! হ্যাঁ, ঠিকই তাই। শুধুমাত্র খাবারের সময় সূচিতে পরিবর্তন আনুন, তাহলেই হবে। আর এতেই আপনি হয়ে যেতে পারেন রোগা।

একটা সমীক্ষা বলছে, শুধুমাত্র খাওয়ার সময়ের পরিবর্তন করলেই আপনার শরীরের অতিরিক্ত চর্বি গলতে শুরু করে। দেখা গিয়েছে, খিদের সময় আপনি যদি না খান, তাহলেই আপনার শরীরের চর্বি ও সঞ্চিত কার্বোহাইড্রেট গলতে থাকে। আপনার শরীর এভাবেই খাবার যোগান দিতে থাকে। আর চর্বি গলে কমে ওজন।

Advertisement

ধরুন, আপনি যদি আজ বিকেলে খান তারপর পরদিন সকালে ব্রেকফাস্ট পর্যন্ত না খেয়ে খাকলেন। তাহলেই ওই ফাঁকা সময়ে আপনার অতিরিক্ত চর্বি থেকেই খাদ্য জোগাড় করবে আপনার শরীর। আর তাতেই নাকি আপনি রোগা হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement