Advertisement
Advertisement

বাজার দখল নিতে আত্মপ্রকাশ করল Xiaomi Redmi 3S

'মেড ইন ইন্ডিয়া' প্রকল্পে তৈরি দুটি স্মার্টফোন৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 5:12 pm
  • Updated:June 11, 2018 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে আত্মপ্রকাশ করল Xiaomi Redmi 3S ও Xiaomi Redmi 3S Prime৷ সংস্থার দাবি, দুটি মডেলই এ দেশে তৈরি হয়েছে৷ স্পেসিফিকেশন ও দামের নিরিখে বাজারে এরকম দুর্দান্ত ফোন খুব কমই রয়েছে বর্তমানে৷ ৯ আগস্ট থেকে বিক্রি শুরু হবে  ফ্লিপকার্ট ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে৷

রেডমি থ্রি এস ‘প্রাইম’ মডেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ৷ এই মডেলে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে, ১৩ এমপি ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট সমৃদ্ধ এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৪১০০ এমএএইচ৷ এই মডেলটির দাম ৮,৯৯৯টাকা৷

Advertisement

1

অন্যদিকে, রেডমি থ্রি এস মডেলে রয়েছে ২ জিবি র‍্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ৷ এই ফোনেও রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে, ১৩ এমপি ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট সমৃদ্ধ এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৪১০০ এমএএইচ৷ এই মডেলটির দাম ৬,৯৯৯ টাকা৷

Redmi

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement