Advertisement
Advertisement

Breaking News

সবচেয়ে সস্তা স্মার্টফোন: দাম মাত্র ৯৯ টাকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেশের সবচেয়ে সস্তা স্মার্টফোনের দাম পড়বে মাত্র ৯৯ টাকা৷ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি৷ বেঙ্গালুরুর সংস্থা নমোটেল বাজারে আনছে বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন ‘নমোটেল আচ্ছে দিন’৷ সাংবাদিক বৈঠক করে সংস্থার এক কর্তা জানিয়েছেন, ১৭ মে থেকে ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে৷ ২৫ মে পর্যন্ত সংস্থার ওয়েবসাইট namotel.com -এ প্রি-বুকিং করা যাবে বলে জানিয়েছেন সংস্থার […]

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 5:46 pm
  • Updated:June 11, 2018 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেশের সবচেয়ে সস্তা স্মার্টফোনের দাম পড়বে মাত্র ৯৯ টাকা৷ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি৷ বেঙ্গালুরুর সংস্থা নমোটেল বাজারে আনছে বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন ‘নমোটেল আচ্ছে দিন’৷ সাংবাদিক বৈঠক করে সংস্থার এক কর্তা জানিয়েছেন, ১৭ মে থেকে ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে৷ ২৫ মে পর্যন্ত সংস্থার ওয়েবসাইট namotel.com -এ প্রি-বুকিং করা যাবে বলে জানিয়েছেন সংস্থার কর্তা মাধব রেড্ডি৷ যদিও কলকাতা থেকে ওয়েবসাইটটি খোলার চেষ্টা করা হলেও সেটি খোলেনি৷

সংস্থার কর্তারা জানিয়েছেন, ৯৯ টাকার স্মার্টফোন হাতে পেতে ক্রেতাদের bemybanker.com ওয়েবসাইটে নাম রেজিস্টার করতে হবে৷ ওই ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড৷ ওই আইডি-পাসওয়ার্ড দিয়েই নমোটেল স্মার্টফোন ‘বুক’ করতে হবে৷
মাধব রেড্ডি জানিয়েছেন, bemybanker.com ওয়েবসাইটে রেজিস্টার করার সময় এককালীন ১৯৯ টাকা মেম্বারশিপ জমা দিতে হবে৷ যদিও কলকাতা থেকে bemybanker.com ওয়েবসাইটটি খুললেও ‘ডেটাবেস এরর’ দেখাচ্ছে৷

Advertisement

কী মিলবে ৯৯ টাকার স্মার্টফোনে?

সংস্থার কর্তাদের দাবি, ৪ ইঞ্চির ডিসপ্লে, ৫.১ ললিপপ আপডেট, ১ জিবি র‍্যাম সঙ্গে ৪ জিবি ইন্টারনাল মেমোরি মিলবে ‘নমোটেল আচ্ছে দিন’ মডেলে৷ এসডি কার্ড ব্যবহার করে মেমোরি এক্সপ্যান্ড করা যাবে ৩২ জিবি পর্যন্ত৷ থ্রি-জি কানেক্টিভিটি ও ডুয়াল সিমের সুবিধাও মিলবে৷ কর্তাদের দাবি, তাদের ২,৯৯৯ টাকা দামের মোবাইলই দাম কমিয়ে মাত্র ৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে৷ ‘ক্যাশ অন ডেলিভারি’র সুবিধাও আছে বলে দাবি করেছেন সংস্থার কর্তারা৷ যাদের আধার কার্ড রয়েছে, তাঁরাই এই মোবাইল হাতে পাবেন বলে জানিয়েছেন মাধব রেড্ডি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement