সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিলনের সময় একজন পূর্ণবয়স্ক পুরুষদেহের অভ্যন্তরে ঠিক কী রকম অনুভূতি জাগে, সে বিষয়ে অতি সম্প্রতি এক গবেষণা চালায় একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা৷ পরীক্ষার ফলাফল চমকে দেওয়ার মতো৷ একটি জনপ্রিয় ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ওই গবেষণার ফলাফল৷ ম্যাগাজিনটির দাবি, শীৎকারের সময় পুরুষরা ঈশ্বরের নাম ধরে ডাকেন! কারণ, তাঁরা নাকি মিলনের সময় আধ্যাত্মিক হয়ে ওঠেন! একটি বিশেষ সেক্স হরমোনের ক্ষরণ পুরুষদের আধ্যাত্মিকতার আরও কাছাকাছি নিয়ে যায় বলে জানানো হয়েছে ওই গবেষণার ফলাফলে৷
গবেষকরা বলেছেন, মিলনের সময় পুরুষদেহ থেকে ‘অক্সিটসিন’ নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটি নারী-পুরুষের মধ্যে বন্ধন ও বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে, এমনকী সমাজে বসবাসকারী অন্যদেরও ভাল করতে তাঁকে উৎসাহ জোগায়৷ ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এও বলছেন, যাঁদের দেহে এই হরমোন পর্যাপ্ত মাত্রায় রয়েছে, তাঁরা স্বাভাবিকের চেয়ে বেশি আধ্যাত্মিক হন ও তাঁদের জীবনের একটি সুস্পষ্ট লক্ষ্য থাকে৷ সহযোগী গবেষক প্যাটি ভ্যান ক্যাপ্পাল্লেন বলছেন, “আধ্যাত্মিকতা ও ধ্যান মানবদেহের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ও গুরুত্বপূর্ণ৷” অক্সিটসিন পুরুষদের ধার্মিক অনুপ্রেরণা জাগিয়ে তুলতে সাহায্য করে বলেও তিনি উল্লেখ করেছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.