Advertisement
Advertisement

কেমন বন্ধু বাছলে ঠকবেন না, বলছে রাশিফল!

রাশিফল মিলিয়ে খুঁজে নিন আপনার প্রিয় বন্ধুদের৷

Who is your best friend? Zodiac will tell you the story
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 6, 2016 1:07 pm
  • Updated:September 7, 2023 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে চলার পথে বহু মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়৷ কিন্তু সকলে আমাদের বন্ধু হতে পারেন না৷ খুব অদ্ভুত ভাবে এত ভিড়ের মধ্যে থেকে গুটিকয়েক মানুষকে আমরা বন্ধু হিসাবে বেছে নিই৷ শোনা যায় আমাদের রাশিফলের উপর নির্ভর করে আমাদের বন্ধু বাছার পছন্দ৷ প্রত্যেক রাশিরই কিছু বিশেষ রাশির মানুষের সঙ্গে ভাল বন্ধুত্ব হয়৷ আর সেই ভিত্তিতেই বন্ধুত্ব হয়ে ওঠে দৃঢ়৷

রাশিফল অনুযায়ী এবার জেনে নিন, আপনার প্রিয় বন্ধু হতে পারেন কোন রাশির জাতক-জাতিকারা৷

Advertisement

এরিস: অ্যাকোয়ারিয়াস, ভার্গো, স্যাজিটেরিয়াস, লিও

টরাস: লিও, লিব্রা, স্যাজিটেরিয়াস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, স্করপিও

জেমিনি: লিও, লিব্রা, জেমিনি, ক্যানসার, অ্যাকোয়ারিয়াস

ক্যানসার: লিব্রা, জেমিনি, পাইসেস, ভার্গো

লিও: এরিস, টরাস, জেমিনি, লিব্রা

ভার্গো: ক্যাপ্রিকর্ন, টরাস, এরিস, ক্যানসার, পাইসেস

লিব্রা: টরাস, জেমিনি, ক্যানসার, লিও, স্যাজিটেরিয়াস

স্করপিও: অ্যাকোয়ারিয়াস, টরাস, পাইসেস, স্করপিও

স্যাজিটেরিয়াস: এরিস, টরাস, লিব্রা, অ্যাকোয়ারিয়াস

ক্যাপ্রিকর্ন: টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, পাইসেস

অ্যাকোয়ারিয়াস: এরিস, জেমিনি, স্করপিও, স্যাজিটেরিয়াস

পাইসেস: ক্যানসার, স্করপিও, ক্যাপ্রিকর্ন, ভার্গো

এবার আর কী! রাশিফল মিলিয়ে খুঁজে নিন আপনার প্রিয় বন্ধুদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement