Advertisement
Advertisement

Breaking News

কোথায় কম খরচে মিলবে হেলথ চেক-আপ প্যাকেজের সুবিধা?

শহরের বাছাই করা হেলথ চেক-আপ প্যাকেজের সন্ধান। ক্লিক করে খরচ ও যোগাযোগের নম্বর জেনে নিন।

Where To Get A Good Deal Of Health Check-up?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 1:28 pm
  • Updated:July 11, 2018 12:48 pm  

পৌষালী দে কুণ্ডু: উৎসব শেষ, অনেক তো হল! এবার নজর দিন শরীরের দিকে৷ কে বলতে পারে শরীরে কোন রোগ ঘাপটি মেরে আছে? চেক আপ করালেই ধরা পড়বে৷ তবে খরচ বাঁচাতে প্যাকেজে যান৷ আছে হরেক প্যাকেজ, তার নানা সুবিধা৷ রইল শহরের বাছাই করা হেলথ চেক-আপ প্যাকেজের সন্ধান৷

নারায়ণা সুপারস্পেশালিটি হসপিটাল:

Advertisement

এক্সিকিউটিভ হেলথ চেক-আপ– ২,৮৫০ টাকা
সিবিসি • ব্লাড গ্রুপ • আর এইচ ফ্যাক্টর ব্লাড সুগার • সিরাম ক্রিয়েটিনিন • সিরাম ইউরিক অ্যাসিড • ইএসআর • এলডিএল • ভিএলডিএল • এইচডিএল • এইচবিএসএজি • ট্রাইগ্লিসারাইডস • টোটাল কোলেস্টেরল • ভিডিআরএল • টিএসএইচ • এইচআইভি • ইকো স্ক্রিনিং • ইসিজি • চেস্ট এক্স-রে • আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন স্ক্রিনিং • কার্ডিওলজিস্টের পরামর্শ • ডায়াটিশিয়ানের পরামর্শ • ব্রেকফাস্ট৷

থাইরয়েড ও ওবেসিটি প্যাকেজ– ৪,১০০ টাকা
ফ্রি টি ৩ • ফ্রি টি ৪ • টিএসএইচ • ব্লাড সুগার ফাস্টিং • অ্যান্টি টি পি ও অ্যান্টিবডি • লিপিড প্রোফাইল • ইউরিক অ্যাসিড • এলএফটি • পটাশিয়াম • হিমোগ্লোবিন • ইসিজি • ইউএসজি থাইরয়েড • লাইফ স্টাইল পরামর্শ • ডায়েট • এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ।

কমপ্রিহেনসিভ হার্ট চেক-আপ– ৩,৫০০ টাকা
ফাস্টিং ব্লাড সুগার ন পোস্ট প্যানড্রিয়াল ব্লাড সুগার • সিবিসি • রিয়্যাল ফাংশন টেস্ট (ক্রিয়েটিনিন, ইউরিয়া) • এলএফটি • লিপিড প্রোফাইল • ইসিজি • ইকো • চেস্ট এক্স-রে • টিএমটি বা তলপেটের আল্ট্রাসোনোগ্রাফি • ডায়াটিশিয়ান • কার্ডিওলজিস্ট ও ফিজিশিয়ানের পরামর্শ • ব্রেকফাস্ট।

রুটিন ডায়াবেটিক চেক-আপ– ১,০০০ টাকা
ডায়াবেটিক চেক-আপ প্যাকেজ– ২,৩০০ টাকা
কার্ডিও ডায়াবেটিস হার্ট চেক-আপ– ১,২৩৪ টাকা
কিডনি চেক-আপ প্রোগ্রাম– ১,৪০০ টাকা
গ্যাস্ট্রো চেক-আপ– ১,০০০ টাকা
লিভার চেক-আপ– ২,১০০ টাকা
প্রস্টেট স্ক্রিনিং– ১,১০০ টাকা
অঙ্কোলজি চেক-আপ– ২,৪০০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 9836886688।

বেলভিউ ক্লিনিক:
শিশুদের হেলথ চেক-আপ– ৯০০ টাকা
বেরিয়াট্রিক ইনভেস্টিগেশন হেলথ চেক-আপ – ১৯,০০০ টাকা
ইউরোলজি হেলথ চেক-আপ– ২,৮০০ টাকা
মানসিক স্বাস্থ্যের চেক-আপ– ৫,৫০০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 9748499977।

আইএলএস হসপিটাল (দমদম ও সল্টলেক):

ওয়েল উওম্যান হেলথ চেক-আপ– ২,০০০ টাকা
কমপ্লিট হিমোগ্রাম ও ইএসআর • ফাস্টিং ব্লাড সুগার • প্যাপ স্মিয়ার • থাইরয়েড প্রোফাইল • ইউরিন • ম্যামোগ্রাফি স্ক্রিনিং (৪০ বছরের ঊর্ধ্বে) • ইউএসজি ব্রেস্ট স্ক্রিনিং (৪০ বছরের কম) • চেস্ট এক্স-রে • তলপেটের আল্টাসোনোগ্রাফি • ইসিজি • গাইনোকলজিস্টের পরামর্শ।

চাইল্ড হেলথ চেক-আপ– ৭৫০ টাকা
কমপ্লিট হিমোগ্রাম ও ইএসআর • ফাস্টিং ব্লাড সুগার • এবিও এবং আরএইচ গ্রুপিং • ইউরিন ও স্টুল • চোখ পরীক্ষা • ইএনটি স্ক্রিনিং • দাঁতের স্ক্রিনিং • শিশু চিকিৎসকের পরামর্শ।

বেসিক কেয়ার– ৮০০ টাকা
বয়স্কদের হেলথ চেক-আপ– ১,৯০০ টাকা
ডিকোডিং ডায়াবেটিস– ১,৫০০ টাকা
কার্ডিয়াক কেয়ার– ২,৫০০ টাকা
গোল্ড হেলথকেয়ার– ৬,০০০ টাকা
সিলভার হেলথকেয়ার – ৩,০০০ টাকা
রেনাল স্ক্রিনিং প্যাকেজ– ২,০০০ টাকা
বিয়ের আগে চেক-আপ (পুরুষ)– ১,৯০০ টাকা
বিয়ের আগে চেক-আপ (মহিলা)– ২,১০০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 9051460000।

বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার:

কম্প্রিহেনসিভ হেলথ ও কার্ডিয়াক চেক-আপ– ৫,০০০ টাকা
ফুল ব্লাড কাউন্ট • রেনাল ফাংশন টেস্ট (ইউরিয়া, ক্রিয়েটিনিন) •  ব্লাড সুগার • লিপিড প্রোফাইল • লাইপোপ্রোটিন এ • লিভার ফাংশন টেস্ট • ইসিজি • টু’ডি ইকো স্ক্রিনিং • ডায়াটিশিয়ান ও কার্ডিওলজিস্টের পরামর্শ • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।

ডায়াবেটিস চেক-আপ– ১,৯০০ টাকা
ব্লাড সুগার (ফাস্টিং ও পিপি) • ক্রিয়েটিনিন • এইচবিএ১সি • লিপিড প্রোফাইল • ইউরিন ফর এসিআর • ইসিজি • ডায়াটিশিয়ানের পরামর্শ • জীবনযাপনের পরামর্শ • অ্যাপয়েন্টমেন্ট করে ডায়াবেটোলজিস্টের পরামর্শ • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।

এক্সিকিউটিভ হেলথ চেক-আপ– ৪,৫০০ টাকা
মাস্টার হেলথ চেক-আপ– ৩,৫০০ টাকা
ফলো আপ– ৩,০০০ টাকা
যে কোনও প্যাকেজের সঙ্গে ট্রেড মিল টেস্ট করলে ৯৫০ টাকা৷ রোগী যেন কারও সঙ্গে পরীক্ষা করাতে আসেন৷
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 033 3040 3040। 

মিশন অফ মার্সি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার:

অ্যাডভান্সড কার্ডিয়াক প্যাকেজ– ২,২০০ টাকা
টিএমটি • ইকো-কার্ডিওগ্রাম • চেস্ট এক্স রে (পিএ ভিউ) • এইচবিএ১সি • লিপিড প্রোফাইল • ইউরিক অ্যাসিড • ক্রিয়েটিনিন • এইচবি।

সারা শরীর চেক-আপ– ৩,০০০ টাকা
রেগুলার কার্ডিও প্যাকেজ– ১,১০০ টাকা
এক্সিকিউটিভ কার্ডিয়াক হেলথ চেক আপ– ২,৫০০ টাকা
এক্সিকিউটিভ হেলথ চেক আপ প্যাকেজ– ১,৭০০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 033 3090 2097, 9163310022। 

রুবি হসপিটাল:

রুবি কার্ডিকিওর (হার্ট)– ৯৫০ টাকা
হিমোগ্লোবিন • পিসিভি, আরবিসি ও টোটাল ডব্লিউবিসি কাউন্ট • লিপিড প্রোফাইল • ব্লাড সুগার ও ক্রিয়েটিনিন • ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি • উচ্চতা, ওজন, ব্লাড প্রেশার • কার্ডিওলজিস্টের পরামর্শ।

মাস্টার এক্সিকিউটিভ হেলথ চেক-আপ– ৪,৫০০ টাকা
মাস্টার হেলথ চেক-আপ– ৩,৫০০ টাকা
কার্ডিয়াক চেক-আপ– ৪,০০০ টাকা
জেনারেল চেক-আপ– ২,৫০০ টাকা
চাকরি জয়েনের আগে চেক-আপ– ৯৫০ টাকা
রুবি কার্ডিকিওর টি (হার্ট)– ১,৭৫০ টাকা
ওয়েল উওম্যান প্যাকেজ ১– ২,৫০০ টাকা
ওয়েল উওম্যান প্যাকেজ ২– ৩,৫০০ টাকা
ফুসফুস পরীক্ষা– ৯৫০ টাকা
ডায়াবেটিক স্ক্রিনিং– ৮৫০ টাকা
অ্যাডভান্সড ডায়াবেটিক মনিটরিং– ১,২৫০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 033 3987 1800, 33011800। 

সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার:

সিনিয়র সিটিজেন হেলথ চেক-আপ– ২,০০০ টাকা
থাইরয়েড (টিএসএইচ)• বুক (চেস্ট এক্স রে) • হার্ট (ইসিজি, লিপিড প্রোফাইল) • পেট (আল্ট্রাসোনোগ্রাফি)• লিভার (বিলিরুবিন, এসজিওটি, এসজিপিটি, ফসফেট, টোটাল প্রোটিন) • কিডনি (ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম) • ডায়াবেটিস (পিপি ও ফাস্টিং) • প্যাথোলজি (ইএসআর, সিবিসি প্লেটলেট কাউন্ট) • ইউরিন রুটিন • স্টুল রুটিন • চোখের ডাক্তারের পরামর্শ।

এক্সিকিউটিভ হেলথ চেক-আপ গোল্ড প্যাকেজ– ৪,০০০ টাকা
ওয়েল উওম্যান হেলথ চেক-আপ– ৪,০০০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 033 6619 1000। 

ভাগীরথী নেওটিয়া উওম্যান অ্যান্ড চাইন্ড কেয়ার সেন্টার:

শীতকাল স্পেশাল (উইন্টার ব্লজমস) চেক-আপ– ৩,০০০ টাকা
এইচবিটিসি ডিসি ইএসআর ন পিসিভি • এমসিভি • এমসিএইচ • এমসিএইচসি • রক্তের প্লেটলেট কাউন্ট • আরবিসি কাউন্ট • ব্লাড সুগার • কোলেস্টেরল • ট্রাইগ্লিসারাইডস • কোলেস্টেরল • ইউরিয়া • ক্রিয়েটিনিন • পেটের আল্ট্রাসোনোগ্রাফি • টিএসএইচ।

বিয়ের আগে হেলথ চেক-আপ– ১,৮৯৯ টাকা
মাস্টার হেলথ চেক-আপ (গোটা শরীর)– ৬,০০০ টাকা
এক্সিকিউটিভ হেলথ চেক-আপ– ৪,০৯০ টাকা
বয়স্কদের হেলথ চেক-আপ– ১,৭৫০ টাকা
বাচ্চাদের ক্লিনিক্যাল চেক-আপ– ১,০০০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 9830118887। 

উডল্যান্ডস হসপিটাল:

এক্সিকিউটিভ হেলথ চেক-আপ– ২,৫৫০ টাকা
বেসিক হেলথ চেক-আপ– ৩,২০০ টাকা
কমপ্রিহেনসিভ হেলথ প্যাকেজ– ৪,২০০ টাকা
ওয়েল উওম্যান চেক-আপ– ৪,২০০ টাকা
এক্সিকিউটিভ কার্ডিয়াক চেক-আপ– ৪,৫০০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 9830833650/40337024। 

পিয়ারলেস হসপিটাল:

সিনিয়র সিটিজেন হেলথ চেক-আপ– ১,৫০০ টাকা
সিবিসি • ব্লাড সুগার • ক্রিয়েটিনিন • ইউরিয়া • ইউরিক অ্যাসিড • ইলেকট্রোলাইটস • লিপিড প্রোফাইল • চেস্ট এক্স-রে • স্টুল ও ইউরিন • ইসিজি • ইকো স্ক্যানিং • চোখ পরীক্ষা • ডাক্তারের পরামর্শ।

সিনিয়র সিটিজেন হেলথ চেক-আপ (বাড়িতে)– ৫,২৫০ টাকা
এক্সিকিউটিভ হেলথ চেক-আপ– ২,৫০০ টাকা
বেসিক কার্ডিয়াক হেলথ চেক-আপ– ১,৫০০ টাকা
অ্যাডভান্সড কার্ডিয়াক হেলথ চেক-আপ– ২,০০০ টাকা
ব়্যাপিড চেস্ট পেইন ক্লিনিক (বাড়িতে)– ৩,০০০ টাকা
বাড়িতে গিয়ে হেলথ চেক-আপ– ৫,০০০ টাকা
কম্প্রিহেনসিভ ডায়াবেটিক চেক-আপ– ৩,৬০০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 8981068321। 

ফর্টিস হসপিটাল:

বেসিক হেলথ প্যাকেজ– ১,৭৫০ টাকা
অ্যাডভান্সড প্যাকেজ– ৩,৮৮০ টাকা
ডায়াবেটিক প্যাকেজ– ২,৩০০ টাকা
কম্প্রিহেনসিভ হার্ট প্যাকেজ– ৫,২০০ টাকা
মাস্টার হেলথ চেক-আপ (২০-৪০ বছর বয়সি পুরুষ)– ৩,০০০ টাকা
মাস্টার হেলথ চেক-আপ (৪০-৫০ বছর বয়সি পুরুষ)– ৪,১০০ টাকা
মাস্টার হেলথ চেক-আপ (২০-৪০ বছর বয়সি মহিলা)– ৩,১০০ টাকা
মাস্টার হেলথ চেক-আপ (৪০-এর ঊর্ধ্বে মহিলা)– ৪,১০০ টাকা
ওয়েল উওম্যান– ২,৫০০ টাকা
ওয়েল বেবি প্যাকেজ (০-৩ বছর)– ১,৮০৫ টাকা
বেসিক প্যাকেজ (৩-১৬ বছর)– ২,০০০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 033 6628 4444। 

অ্যাপোলো গ্লেনিগলস হসপিটাল:

হার্ট চেক-আপ– ৫,৭৭০ টাকা
হিমোগ্রাম • রুটিন বায়োকেমিক্যাল প্যারামিটারস (ব্লাড সুগার) • কিডনি ফাংশন টেস্ট • লিপিড প্রোফাইল • লিভার ফাংশন টেস্ট • জেনারেল টেস্ট (ব্লাড গ্রুপ ও আরএইচ টাইপিং, মল-মূত্র, চেস্ট এক্স-রে, পেটের আল্ট্রাসোনোগ্রাফি, এইচসিভি ব়্যাপিড টেস্ট) • কার্ডিয়াক অ্যাসেসমেন্ট (ইসিজি, টিএমটি, ইকো) • পালমোনারি ফাংশন টেস্ট • বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।

অ্যাপোলো ক্যানসার চেক-আপ– ২,৫০০ টাকা
হিমোগ্রাম • লিভার ফাংশন টেস্ট • কিডনি ফাংশন টেস্ট • ব্লাড সুগার • জেনারেল টেস্ট, অঙ্কোলজিস্টের পরামর্শ।

অ্যাডভান্সড হার্ট চেক-আপ– ১৪,০৫০ টাকা
অ্যাপোলো হৃদয় সুরক্ষা–  ৪,০৪৯ টাকা
আর্থ্রাইটিস চেক-আপ– ১,৬৭০ টাকা
মেনোপজাল চেক-আপ– ৫,৫৫০ টাকা
কনস্টিপেশন প্যাকেজ– ৫,৫৫০ টাকা
কিডনি চেক-আপ (পুরুষ)– ৩,৫৫০ টাকা
প্রস্টেট চেক-আপ– ৩,০৫০ টাকা
স্ট্রোক চেক-আপ– ৬,৪২০ টাকা
আরও জানতে ফোন করুন এই নম্বরে- 033 2320 3040। ক্লিক করে দেখে নিন epaper.sangbadpratidin.in

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement