সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি নয়া ফিচার যুক্ত হল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে৷ আরও দ্রুত ও সহজে ভয়েস ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের ২.১৭.৯৩ বেটা ভার্সনে এল দুটি পৃথক বোতাম৷ এতদিন প্রথমে ‘কল’ অপশন সিলেক্ট করে, তারপর বেছে নিতে হত ‘ভয়েস কল’ বা ‘ভিডিও কল’ অপশন৷ এখন থেকে ভয়েস ও ভিডিও কলের জন্য দুটি পৃথক বোতাম থাকবে অ্যাপে৷ বিশেষজ্ঞদের মতে, এর ফলে ইউজাররা আরও সহজে, দ্রুত ভয়েস ও ভিডিও কল করতে পারবেন৷
দ্বিতীয় পরিবর্তনটি এসেছে ‘অ্যাটাচমেন্ট’ অপশনে৷ সাধারণত, চ্যাটবক্সে ‘কল’ অপশনের পাশে থাকত ‘অ্যাটাচমেন্ট’ বোতামটি৷ কিন্তু এখন থেকে টেক্সট বক্সেই মিলবে ওই অপশনটি৷ ছবি ও মাইকের বোতামের পাশেই থাকবে ফাইল অ্যাটাচের অপশন৷ দু’টি ফিচারই ইতিমধ্যেই বেটা ভার্সনে লঞ্চ করে গিয়েছে৷ তবে আরও একগুচ্ছ ফিচার আসতে চলেছে পরবর্তী ভার্সনে৷
সূত্রের খবর, আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি শেষ হয়ে আসে, তাহলে সেই ইঙ্গিত জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপই৷ হোয়াটসঅ্যাপ কলের মাঝেই আপনি পেয়ে যাবেন অ্যালার্ট৷ এডিট করতে পারবেন কাউকে পাঠানো মেসেজ৷ ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে নয়া স্টেটাস ট্যাব এসেছে৷ ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের আদলে এখন হোয়াটসঅ্যাপেও বন্ধুদের স্টেটাস আপডেট দেখা ও ব্যক্তিগতভাবে ‘রিপ্লাই’ করা যায়৷ তবে এই ফিচারটি সমালোচনাও কুড়িয়েছে৷ যার জেরে সংস্থা ফের পুরনো স্টেটাস ট্যাবটি ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.