Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

আগামী মাস থেকেই একাধিক ফোনে কাজ করবে না WhatsApp! তালিকায় আপনারটা নেই তো?

হাতে মাত্র আর কয়েকটা দিন, দ্রুত পালটে ফেলুন ফোন।

WhatsApp will stop working on select iPhones
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 29, 2025 2:02 pm
  • Updated:April 29, 2025 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরে একই আইফোন ব্যবহার করছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে দুঃসংবাদ। বেশ কয়েকটি আইফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। দেখে নিন তালিকায় আপনার ফোনটি নেই তো?

নিশ্চয়ই ভাবছেন কোন ফোন গুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ? সংস্থার তরফে জানানো হয়েছে, iOS 15.1 ও তার আগের অপারেটিং সিস্টেম রয়েছে যে ফোনগুলিতে সেগুলিতে কাজ করবে না এই অ্যাপটি। সেক্ষত্রে বাদের তালিকায় নতুন করে তিনটি ফোন, আইফোন 5S, 6 ও আইফোন 6 প্লাস। কারণ, এর পর একাধিক আইফোন অপারেটিং সিস্টেম ১০ ও ১১ নিয়ে বাজারে এলেও তা পরবর্তীতে আপডেট হয়েছে। কিন্তু 5S, 6 ও 6 প্লাস-এই মডেল তিনটির অপারেটিং সিস্টেম iOS 15.1-এর থেকে পুরনোই রয়ে গিয়েছে। ফলে হোয়াটসঅ্যাপের বর্তমান ভার্সন ওই ফোনগুলো সাপোর্ট করবে না। সেই কারণেই আগামী মে মাস থেকে এই তিনটি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে তিনটি ফোনে কাজ করবে না। কিন্তু তাতেও অনেক আইফোন ব্যবহারকারীর মনে প্রশ্ন জাগছে, তাঁর অপারেটিং সিস্টেমের ভার্সন কী? আচমকা কাজ করা বন্ধ করে দেবে না তো তার হোয়াটসঅ্যাপ? কীভাবে বুঝবেন আপনার ফোনে সফটওয়্যারের লেটেস্ট ভার্সন আছে কি না? প্রথমে যেতে হবে সেটিংস অপশনে। সেখান থেকে বেছে নিন মেনু। তারপর যান অ্যাবাউট অপশনে। এরপর বেছে নিন সফটওয়ার আপডেট। যদি লেটেস্ট সফটওয়্যারটি ডাউনলোন আগেই করা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখতে পাবেন কোন ভার্সন রয়েছে আপনার ফোন। আর যদি আপডেট করার প্রয়োজন থাকে। সেটাও দেখতে পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub