Advertisement
Advertisement

এবার হোয়াটসঅ্যাপ পড়ে দেবে আপনার মেসেজ!

নতুন এই ফিচারে থাকবে একটি ‘স্পিক’ অপশন৷

WhatsApp to get ‘Speak’ feature soon?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 8:12 pm
  • Updated:September 13, 2016 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজে ভীষণ ব্যস্ত৷ হোয়াটসঅ্যাপে একের পর এক মেসেজ ঢুকছে, সেই মেসেজও দেখতে পাওয়া যাচ্ছে না৷ এতটাই ব্যস্ততা৷ কিন্তু এমন যদি হয়, হোয়াটসঅ্যাপে মেসেজও এল এবং সেই মেসেজ অ্যাপই পড়ে দিল আপনার জন্য? চোখে হয়তো দেখতে পেলেন না মেসেজটি, কিন্তু শুনে নিলেন বার্তাটি?

অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই বিষয়৷ জানা গিয়েছে, এমনই এক চোখ ধাঁধানো ফিচার নিয়ে হাজির হতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ নতুন এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে আসা বার্তা নাকি রীতিমতো গ্রাহকের জন্য পড়ে শোনাবে এই অ্যাপ৷ জানা গিয়েছে, নতুন এই ফিচারে থাকবে একটি ‘স্পিক’ অপশন৷ এই অপশনটিতে ক্লিক করলেই নাকি হোয়াটসঅ্যাপে আসা মেসেজ অ্যাপই পড়ে শুনিয়ে দেবে গ্রাহককে৷

Advertisement

যদিও এই ফিচার নিয়ে প্রাথমিক পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ বর্তমানে কেবল আইফোনগুলিতেই মিলছে নতুন এই পরিষেবা৷ হোয়াটসঅ্যাপের এই বেটা ভার্সন পরীক্ষামূলকভাবে সফল হলে তবেই সকল গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement