Advertisement
Advertisement
WhatsApp

এবার আরও আকর্ষণীয় হতে চলেছে WhatsApp চ্যাট! কী ফিচার আসছে?

কী জানাচ্ছে সংস্থা?

WhatsApp to bring new Favourites chat filter
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 2, 2024 6:21 pm
  • Updated:June 3, 2024 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সর্বদা নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে জুকারবার্গের সংস্থা WhatsApp। এবার চ্যাট আরও সহজ করতে নতুন ফিচার আনতে চলছে এই অ্যাপ। ব্যাপারটা ঠিক কী?

সংস্থার তরফে জানানো হয়েছে, এবার যার বা যাদের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কথা বলেন, তাঁদের ফেভারিটস-এ যুক্ত অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে যাদের সঙ্গে নিয়মিত কথা হয়, বাকিদের থেকে তাঁদের আলাদা করা হবে সহজ। অনেকেই ভাববেন, এই ফিচার খানিকটা চ্যাট পিন করার মতো। তবে বর্তমানে মাত্র তিনটি চ্যাট পিন করতে পারেন ব্যবহারকারীরা। বর্তমানে চ্যাটের উপরে তিনটি অপশন মেলে, অল, আনরিড ও গ্রুপ। মনে করা হচ্ছে সেখানেই যুক্ত হবে ফেভারিটস।

Advertisement

[আরও পড়ুন: ‘পঞ্চায়েত’ তারকাদের উপার্জন ফাঁস! ‘সচিবজি’, ‘প্রধানজি’দের আয় জানলে চমকে যাবেন]

প্রসঙ্গত, সম্প্রতি আরও এক ফিচার যুক্ত হওয়ার কথা জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। এবার প্রতিবেশী থেকে অভিভাবক, ক্রেতা থেকে সহকর্মী, অর্থাৎ আপনার কমিউনিটিতে যারা রয়েছে, তাদের কোনও বিষয়ে আপডেট দেওয়ার পদ্ধতি হবে আরও সহজ। কারণ এবার থেকে ‘রিমাইন্ডার’ ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন। ধরুন, সামনেই কোনও ইভেন্ট রয়েছে। কমিউনিটির সদস্যদের সে খবর দিতে চাইছেন। এমনিতে চ্যাটের মাধ্যমে বিস্তারিত তথ্য পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু ইভেন্টটির বিষয়ে শেষ মুহূর্তে মনেও করিয়ে দিতে পারবেন মাত্র এক ক্লিকেই। জানা গিয়েছে, ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে এই ফিচারটির বিটা ভার্সান এসে গিয়েছে। এর ব্যবহারে কমিউনিটির অ্যাডমিনরা আসন্ন ইভেন্টের কথা মনে করিয়ে দিতে পারবেন।

[আরও পড়ুন: নিজের ‘এক্সিট পোল’ প্রকাশ দেবাংশুর, বিজেপিকে কটি আসন দিলেন ঘাসফুলের তরুণ প্রার্থী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement