সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে হোয়টসঅ্যাপ ইউজাররা মজে নতুন নতুন স্টিকারে। দিওয়ালি, ধনতেরাসে স্টিকার পাঠিয়েই বন্ধু-বান্ধবদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। মজার মজার সব স্টিকার নিয়ে চর্চাও এখন তুঙ্গে। হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে পারলেই মেসেজিং অ্যাপে যুক্ত হয়ে যাচ্ছে ফিচারটি। এমনকী থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে তৈরি স্টিকারও পাঠানো যাচ্ছে হোয়াটসঅ্যাপে। তবে অনেকেই হয়তো এখনও জানেন না, যে নিজের ছবিকেও স্টিকারে পরিণত করা যাবে অনায়াসেই। গুগল প্লে-স্টোরে এই অ্যাপটি কিন্তু এখন ট্রেন্ডিং। তাহলে আর দেরি কেন, চটপট জেনে নিন কীভাবে নিজের ছবিই পরিণত হবে স্টিকারে।
১. আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, তাহলে প্রথমেই প্লে-স্টোর থেকে যে কোনও একটি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ ডাউনলোড করে নিন। সেই সঙ্গে ডাউনলোড করুন Viko-র তৈরি স্টিকার মেকার অ্যাপও।
২. অ্যাপ দুটি ইনস্টল করা হলে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটি খুলুন।
৩. নিজের একটি ছবি সিলেক্ট করার পর অনস্ক্রিন ইরেজার বাটনটি ক্লিক করে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলুন। এরপর ছবিটি PNG ফরম্যাটে সেভ করুন।
৪. এছাড়াও স্টিকার মেকার দিয়েও ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায়।
৫. এবার স্টিকার মেকার অ্যাপটি খুলুন। সেখানে নিউ স্টিকার প্যাক সিলেক্ট করে নিন। যার মাধ্যমে নতুন স্টিকার তৈরি করা যাবে।
৬. স্টিকার প্যাকের নাম, যে তৈরি করছে তার নাম লিখে create অপশনটি ক্লিক করুন।
৭. এবার PNG ছবিটিকে ট্রে আইকন হিসেবে সিলেক্ট করুন।
৮. কমপক্ষে তিনটি স্টিকার স্টিকার দিয়ে একটি প্যাক তৈরি হবে। এবার Add to WhatsApp অপশনটি বেছে নিন।
৯. এবার হোয়াটসঅ্যাপ ওপেন করে স্টিকার সেকশনে যান। দেখবেন আপনার তৈরি করা স্টিকারটি সেখানে যুক্ত হয়ে গিয়েছে।
ট্রাই করে দেখুন আর বন্ধুদেরও শিখিয়ে দিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.