সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে মশগুল নেটিজেনরা৷ প্রতিদিন স্ট্যাটাস পাল্টানোর খেলায় মেতে উঠেছেন প্রায় প্রত্যেকেই৷ কিন্তু নিত্যনতুন এই আপডেটই কিছু ব্যবহারকারীর কাছে দুঃসংবাদ হয়ে উঠতে পারে৷ কেননা উইন্ডোজ ফোন-সহ বেশ কিছু ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ৷
হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ব্লগেই এ কথা জানানো হয়েছিল৷ বেশ কিছু স্মার্টফোনের উল্লেখ ছিল, যেগুলোতে ভবিষ্যতে আর এটি কাজ করবে না৷ সেইসঙ্গে ছিল উইন্ডোজ ৭ ফোনগুলিও৷ অর্থাৎ চলতি বছরের ৩০ জুনের পর থেকে উইন্ডোজ ফোনের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ কাজ না করার সম্ভাবনা দেখা দিচ্ছে৷
কেন কাজ করবে না হোয়াটসঅ্যাপ? কারণ, নয়া আপডেট৷ সময়ের সঙ্গে তাল মেলাতে ফিচারে বেশ কিছু পরিবর্তন এনেছে চ্যাটিং অ্যাপটি৷ ভবিষ্যতে আরও আসবে৷ কিন্তু সেই আপডেট উইন্ডোজ ফোনে সাপোর্ট করবে না বলেই জানা যাচ্ছে৷ যার জেরেই এই বিপত্তি৷
স্ট্যাটাস আপডেট নিয়ে এই মুহূর্তে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে হোয়াটসঅ্যাপ৷ কেউ কেউ অত্যন্ত খুশি, কেউবা বিরক্ত৷ তবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে যেভাবে সোশ্যাল মিডিয়ার ছোঁয়া দিয়েছে এই আপডেট তার প্রশংসা নানামহলেই শোনা গিয়েছে৷ পরবর্তী আপডেট হিসেবে হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে সাইজ ফিচার৷ যেখানে প্রতিটি চ্যাট ফোন মেমরির কতটা জায়গা দখল করে বসে আছে তা জানা যাবে৷ এমনকী কতগুলো মিডিয়া ফাইল আদান প্রদান হয়েছে, তার জন্য কতটা মেমরির খেসারত দিতে হচ্ছে তাও জানা যাবে৷ নয়া ফিচার এখনও পরীক্ষার স্তরেই আছে৷ তবে এই ফিচার এলে অনেক ফোনেই তা সাপোর্ট নাও করতে পারে৷ আর তাই জুন মাসের পরই বেশ কিছু ব্যবহারকারীর হোয়টসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে নতুন ফোনের দ্বারস্থ হতে হবে৷ সেই তালিকায় থাকছেন উইন্ডোজ ফোন ব্যবহারকারীরাও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.