Advertisement
Advertisement

Breaking News

এবার Whatsapp নিয়ে এল দুর্দান্ত এই ফিচার

কী এই নতুন ফিচার?

Whatsapp introduces stunning feature
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 12:10 pm
  • Updated:February 1, 2017 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন একটি ফিচার নিয়ে এল জনপ্রিয় মেসেজিং পরিষেবা প্রদানকারী হোয়াটসঅ্যাপ৷ ফেসবুক অধীনস্থ এই সংস্থা এখন নিয়ে এল ‘লাইভ লোকেশন ট্র্যাকিং’৷ হোয়াটসঅ্যাপ ইউজাররা এখন থেকে তাঁর কন্ট্যাক্ট লিস্টে থাকা অন্যান্য ইউজারদের ‘লোকেশন’ জানতে ও নিজের অবস্থান পাঠাতেও পারবেন৷

এমনকী, কোনও হোয়াটসঅ্যাপ ইউজার তাঁর কন্ট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের লাইভ লোকেশনও ট্র্যাক করতে পারবেন৷ নিজের লোকেশন ‘অন’ করে রেখে অন্যান্যদের মেসেজ পাঠালেই আপনার লোকেশন আপনার বন্ধুদের কাছে পৌঁছে যাবে৷ প্রতি এক, দুই ও পাঁচ মিনিট অন্তর ইউজাররা অন্য ইউজারদের ‘রিয়েল টাইম’ লোকেশন জানতে পারবেন৷

Advertisement

(WhatsApp-এ যুক্ত হচ্ছে ১০ নয়া ফিচার)

এতদিন হোয়াটসঅ্যাপে অন্য ইউজারদের ম্যানুয়ালি ‘লোকেশন’ পাঠানো যেত৷ কিন্তু রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং সম্পূর্ণ অন্য জিনিস৷ এর ফলে কারও অবস্থান গোপন থাকবে না৷ মনে করা হচ্ছে, এই লোকেশন ট্র্যাকিং ‘অফ’ করে রাখার সুযোগ থাকবে না৷

আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএস, দু’টি প্ল্যাটফর্মেই হোয়াটসঅ্যাপ এই নতুন বেটা ভার্সন লঞ্চ করেছে৷ দ্রুতই প্রত্যেকের মোবাইলে এই নতুন সুবিধা যুক্ত হবে৷ তবে ঠিক কবে থেকে হোয়াটসঅ্যাপে লাইভ ট্র্যাকিং ফিচার যুক্ত হবে সেটা এখনও জানায়নি সংস্থাটি৷

(WhatsApp নিয়ে এক ডজন অজানা অথচ মজাদার তথ্য!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement