Advertisement
Advertisement

Breaking News

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে হ্যাকারদের হামলা, তথ্য চুরি নিয়ে আশঙ্কায় ১৫০ কোটি ব্যবহারকারী

সাবধান! এখনই অ্যাপটি আপডেট করে নিন।

WhatsApp 'fault' allows hackers to snoop on phones
Published by: Subhajit Mandal
  • Posted:May 14, 2019 5:11 pm
  • Updated:May 14, 2019 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকের পর এবার হোয়াটসঅ্যাপ। তথ্য নিরাপত্তা নিয়ে বড়সড় চিন্তার মুখে এই সোশ্যাল মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপের তথ্য নিরাপত্তা সংক্রান্ত সেটিংসে বড়সড় ত্রুটি ধরা পড়েছে। আর সেই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপের উপর হামলা চালিয়েছে হ্যাকরা। মনে করা হচ্ছে, বেছে বেছে নির্দিষ্ট ব্যবহারকারীদের উপর হামলা চালানো হয়েছে। কিন্তু ঠিক কাদের কাদের অ্যাকাউন্টে হ্যাকাররা হানা দিয়েছিল তা স্পষ্ট নয়। ফলে দেড়শো কোটি হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীর প্রত্যেকেই নিজের তথ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোটা স্মার্টফোন বা কম্পিউটারের অন্যান্য ডেটাতেও নজরদারি চালাচ্ছে হ্যাকাররা।

[আরও পড়ুন: জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর, ফের বিনামূল্যে মিলবে একগুচ্ছ অফার]

হোয়াটসঅ্যাপ নিজেও নিরাপত্তা সংক্রান্ত এই ত্রুটির কথা স্বীকার করে নিয়েছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির তরফে জানানো হয়েছে, অ্যাপটিতে হ্যাকাররা দূরবর্তী অবস্থান থেকেও মেসেজে বা কল ফাংশনের মাধ্যমে নজরদারি সফটওয়্যার অনুপ্রবেশ করাতে পারে। এই পদ্ধতি অবলম্বন করে ইতিমধ্যে আক্রমণও চালিয়েছে হ্যাকাররা। গত ১০ মে অ্যাপটির নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি তদারকি করতে গিয়ে এই হ্যাকার হামলার বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের ফেসবুকের মালিকানাধীন সোশ্যাল মেসেজিং সাইট হোয়াটসঅ্যাপে এই আক্রমণগুলি করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। আগে থেকে কিছু নির্বাচিত নম্বর নির্দিষ্ট করে নিয়েছে। তারপরই স্পেশ্যাল অ্যাক্টরের মাধ্যমে চালানো হয় হামলা।

Advertisement

[আরও পড়ুন: মে মাসেই কিনবেন স্মার্টফোন? বাজেটের মধ্যে রইল পাঁচটি সেরা মডেলের সন্ধান]

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস বলছে, এই আক্রমণটি ইজরায়েলের সাইবার সংস্থা এনএসও গ্রুপের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এদিকে, এ ধরনের হামলা যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে হয়েছে, সেটা এ মাসের শুরুতেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ প্রথম বুঝতে পেরেছিল। যদিও, তাঁরা নিশ্চিত নয়, ঠিক কত সংখ্যক ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাছাড়া কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও নিশ্চিত নয়। ইতিমধ্যেই নিজেদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের তারা অ্যাপটি আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement