সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর মজে থাকেন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এবার হোয়াটসঅ্য়াপের সঙ্গে লিঙ্ক করতে পারবেন ইনস্টাগ্রাম প্রোফাইল। ব্যাপারটা কী?
আট থেকে আশি সকলেই এখন স্মার্টফোনে সরগড়। কাজের ফাঁকে একমুহূর্ত সময় পেলেও প্রায় সকলেই ঢুঁ মারেন হোয়াটস অ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামে। আগেই ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছিল ইনস্টাগ্রাম। ফলে ব্যবহার সহজ হয়েছিল। এবার হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করা যাবে ইনস্টাগ্রামের লিঙ্ক। ভাবছেন তো কীভাবে? জানা যাচ্ছে, প্রোফাইল ছবি, নামের পাশেই অ্যাড করা যাবে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক। অর্থাৎ এবার থেকে কারও হোয়াটসঅ্যাপ নম্বর জানা থাকলেই নাগালে এসে যাবে ইনস্টা প্রোফাইল!
নিশ্চয়ই ভাবছেন, এতে বিঘ্নিত হবে নিরাপত্তা। নাহ, তা হবে না। কারণ, প্রোফাইল লিঙ্ক যুক্ত করা গেলেও আপনি চাইলেই তা নির্দিষ্ট কিছু মানুষই তা দেখতে পাবেন। ঠিক যেমন প্রোফাইল ছবি, স্টেটাসের ক্ষেত্রে থাকে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট অপশন। ক্ষেত্রেও তেমনই থাকবে। অর্থাৎ আপনি যাদের দেখাতে চাইবেন, কেবল তাঁরাই দেখতে পাবেন আপনার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক। জানা গিয়েছে, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই ফিচার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.