সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকতে পরিমিত হারে জল পান করা প্রয়োজন। বিশেষ করে আপনার বাড়ন্ত বাচ্চার। বেড়ে ওঠার এই সময়েই তার প্রয়োজন সুষম আহার। আর অবশ্যই পর্যাপ্ত জল। যাতে শরীরে ভারসাম্য বজায় থাকে। আপনি নিশ্চয়ই এর পুরো খেয়াল রাখেন। শিশু স্কুলে গেলেও সঙ্গে জলের বোতলটি দিতে ভোলেন না। তাও কি বারবার অসুস্থ হচ্ছে আপনার বাড়ির খুদে? এর নেপথ্যে ওই জলের বোতলটি নয়তো?
হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে তাই হচ্ছে। অনেকে এর জন্য প্লাস্টিকের জলের বোতলকে দায়ী করছেন। বলিউডের তারকারা পর্যন্ত স্টিলের জলের বোতল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কিন্তু বোতল স্টিলের হোক বা প্লাস্টিকের তা থেকে জল খেয়েই আপনার প্রিয় মানুষটা অসুস্থ হতে পারে।
[দুইয়ের বেশি বাচ্চার জন্ম দিলে হতে পারে অ্যালঝাইমার, কী বলছেন বিশেষজ্ঞরা?]
বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে রোজ জলের বোতল পরিষ্কার করা হয় না। এর ফল কিন্তু মারাত্মক। কারণ বোতলের মধ্যে জন্ম নেয় ক্ষতিকর জীবাণু। এই জীবাণু থেকে ডায়েরিয়া হতে পারে আপনার শিশুর।
তাহলে কী করবেন?
[সুখবর, জিএসটি থেকে ছাড় পাচ্ছে স্যানিটারি ন্যাপকিন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.