Advertisement
Advertisement

পুজোতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডেটা অফার ভোডাফোনের

চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ অফারটি পাওয়া যাবে৷

Vodafone Offers 10GB Data at Cost of 1GB
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 5:33 pm
  • Updated:September 28, 2016 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ওরা সবকিছু সস্তায় পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না?” রিলায়েন্স জিও গ্রাহকদের দিকে আঙুল তুলে এমন কথাই ইদানীং বলতে শোনা যাচ্ছে ভোডাফোন, এয়ারটেল গ্রাহকদের৷ পুজোর মরশুমে তাঁদের ইচ্ছাও পূরণ হতে চলেছে৷ কারণ এবার আকর্ষণীয় ডেটা প্যাক নিয়ে হাজির হল ভোডাফোন৷

রিলায়েন্স জিও’র রমরমার মধ্যে নিজেদের বাজার ধরে রাখতেই সোমবার নয়া ডেটা প্যাকের ঘোষণা করল ব্রিটিশ সংস্থাটি৷ কী মিলবে এই নতুন ডেটা প্যাকে? ভোডাফোন জানিয়ে দিল, এবার ১ জিবি ডেটার প্যাকের দামেই মিলবে ১০ জিবি ডেটা! মানে গ্রাহককে দশভাগের মাত্র একভাগ দাম দিতে হচ্ছে. শর্ত একটাই৷ আপনার নতুন স্মার্টফোনটিতে 4G সাপোর্ট করা চাই৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ হ্যান্ডসেটটি নতুন হতে হবে৷ মানে গত ৬ মাসে যে সেটে ভোডাফোন পরিষেবা ব্যবহার করা হয়নি৷ দুর্গাপুজোয় যাঁরা জামাকাপড়ের সঙ্গে ঝুলিতে একটি ব্র্যান্ড নিউ 4G স্মার্টফোনও ভরেছেন, তাঁদের তো পোয়া বারো৷ নতুন 4G স্মার্টফোন ভোডাফোন গ্রাহকরা ১ জিবি ইন্টারনেট প্যাক অ্যাক্টিভেট করলেই ৯ জিবি ডেটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে৷ চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ অফারটি পাওয়া যাবে৷

Advertisement

কর্নাটক, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যকে টেলিকম সংস্থাটি জানিয়ে দিয়েছে, এই সব রাজ্যের গ্রাহকরা এই ইন্টারনেট প্যাকটি রিচার্জ করলে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত 3G ডেটা হিসেবেও ব্যবহার করতে পারবেন৷ তবে শুধুমাত্র 4G স্মার্টফোনেই মিলবে এই পরিষেবা৷ প্রিপেডের পাশাপাশি পোস্টপেড গ্রাহকরাও অফারটি ব্যবহারের সুযোগ পাবেন৷ ১ জিবি বা তার থেকে বেশি দামের প্যাকে এই অফারটি পাওয়া যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement