Advertisement
Advertisement

Breaking News

জিও-কে টেক্কা দিতে এক বছরের জন্য আকর্ষণীয় অফার ভোডাফোনের

প্রতিবেদনে রইল সমস্ত বিবরণ৷

 Vodafone launches unlimited annual plan
Published by: Tanujit Das
  • Posted:January 13, 2019 6:12 pm
  • Updated:January 13, 2019 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও আসার পর থেকেই, প্রতিযোগিতার বাজারে কার্যত ভোল বদলে গিয়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলির৷ কারণ, শুরু থেকেই একের পর এক নিত্যনতুন অফার ও প্ল্যানের মাধ্যমে দেশের বেশিরভাগ গ্রাহকের মন জয় করেছে মুকেশ আম্বানির সংস্থা৷ ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট ডেটা সবক্ষেত্রেই ভোডাফোন, এয়ারটেল-সহ অন্যান্যদের পিছনে ফেলে দিয়েছে তাঁরা৷ তরতরিয়ে এগিয়ে চলেছে জিও৷ সম্প্রতি ১৬৯৯ টাকায় এক বছরের একটি লোভনীয় অফার বাজারে এনেছে সংস্থাটি৷ যা আবারও রাতের ঘুম কেড়ে নিয়েছে অন্যান্যদের৷ জিও-র তুলনায় পিছিয়ে থাকতে নারাজ ভোডাফোন৷ তাই, নয়া প্ল্যানের সাহায্যে বাজার মাতানোর কৌশল নিয়েছে সংস্থাটি৷

[কেউ কারও ভাষা বোঝেন না, প্রেমে ‘গুগল’ই ভরসা যুগলের ]

Advertisement

১৬৯৯ টাকার প্ল্যানে এক বছরে জন্য আনলিমিটেড ভয়েজ কল, ডেটা ব্যবহারের সুযোগ করে দিয়েছে জিও৷ তাঁদের সঙ্গে পাল্লা দিতে বিশেষ অফার এনেছে বিএসএনএল-ও৷ ১৩১২ টাকায় আনলিমিটেড ভয়েস কল, মেসেজ এবং ৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ করে দিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে পিছিয়ে থাকতে নারাজ ভোডাফোন৷ এবার তারাও বাজারে আনল একটি প্ল্যান৷ ১৪৯৯ টাকার একটি অফার নিয়ে এসেছে সংস্থাটি। যার সাহায্যে এক বছরের আনলিমিটেড ভয়েস কল ও মেসেজ করার সুযোগ পাবেন গ্রাহকরা৷ প্রত্যেক দিন মিলবে ১ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ। অর্থাৎ বছরে মোট ৩৬৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।

[PUBG খেলে এ কী ভয়ানক পরিণতি হল ৫ যুবকের?]

সংস্থার দাবি, সমস্ত টেলিকম সংস্থার চেয়ে তাঁদের প্ল্যানেই নাকি সবচেয়ে বেশি লাভবান হবেন গ্রাহকরা৷ এখন দেখার, এই তিন সংস্থার প্রতিযোগিতায় কার সবচেয়ে বেশি লক্ষ্মীলাভ হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement