সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিওর ‘ডেটাগিরি’ নিয়ে গোড়া থেকেই অসন্তোষ ছিল বিভিন্ন টেলিকম অপারেটরগুলির মধ্যে৷ বিনামূল্যে জিও’র পরিষেবা শেষ হওয়ার পরই তাই গ্রাহক টানতে কোমর বেঁধে লেগেছে সংস্থাগুলি৷ এয়ারটেলের পর এবার তাই অবিশ্বাস্য অফার নিয়ে এল ভোডাফোনও৷
বিনামূল্যে পরিষেবার পর চালু হয়েছে জিও প্রাইম৷ যেখানে ৩০৩ টাকায় আনলিমিটেড কল ও এসএমএসের সুবিধা পাওয়া যাবে৷ সেইসঙ্গে প্রতিদিন মিলবে ১ জিবি ফোরজিবি ডেটা৷ নয়া অফারে ভোডাফোনের তরফেও ঠিক তাই দেওয়া হচ্ছে ৩৪৬ টাকায়৷ তবে একটি বাড়তি সুবিধাও আছে৷ জিও’র ক্ষেত্রে শুধু প্রাইম সাবস্ক্রাইবাররাই এই অফারের সুবিধা পাবেন৷ কিন্তু ভোডাফোন গ্রাহকদের সেরকম কোনও বাধ্যবাধকতা থাকছে না৷ যে কেউ এই অফার পেতে পারেন৷
Exclusive: #Vodafone India Launches New Tariff Plan Rs.346 to Counter Reliance #Jio ; offers 1GB 3G/4G Data Daily + Unlimited Free Calls.
— SANJAY BAFNA (@sanjaybafna) March 3, 2017
জিও’র নন প্রাইম গ্রাহকরা ৩০৩ টাকার প্যাকেজে আনলিমিটেড কলের পাশাপাশি পাবেন মাসে ২.৫ জিবি ফোরজি ডেটা৷ সেক্ষেত্রে একই টাকায় অনেক লাভজনক হচ্ছে ভোডাফোনের অফার৷ এই অফার প্যাক যাঁরা এই মুহূর্তেই চালু করবেন, তাঁদের আরও কিছু বাড়তি সুবিধা দিচ্ছে ভোডাফোন৷ ফলে আপাতভাবে জিও প্রাইমের থেকে ৪৩ টাকা বেশি খরচ হলেও আসলে লাভজনকই হচ্ছে এই অফার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.