Advertisement
Advertisement

Breaking News

Jio-র দাদাগিরি ঠেকাতে মিশে যাচ্ছে ভোডাফোন ও আইডিয়া!

বাস্তবায়িত হলে এটাই দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবথেকে বড় চুক্তি হতে চলেছে৷

Vodafone, Idea cellular in merger talks to counter Reliance Jio
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2017 9:28 am
  • Updated:January 30, 2017 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় টেলকিম ইন্ডাস্ট্রিতে বড়সড় রদবদল৷ এবার মিশে যেতে চলেছে ভোডাফোন ও আইডিয়া৷ সম্প্রতি ভোডাফোনের তরফে তা নিশ্চিত করা হয়েছে৷ সূত্রের খবর, ফ্রি ফোর-জি ডেটা ও আজীবন ফ্রি ভয়েস কলের অফার দিয়ে রিলায়েন্স জিও যেভাবে টেলিকম মার্কেটের দখল নিয়েছে, সেই পরিস্থিতিতে বাজারে টিকে থাকাই এখন কার্যত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে অন্যান্য সংস্থাগুলির কাছে৷ জিও-র দাদাগিরির মোকাবিলাতেই এক হয়ে যাচ্ছে দু’টি সংস্থা, দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷

স্যামসাং গ্যালাক্সির নতুন মডেলের ছবি ফাঁস

বেশ কয়েক মাস ধরেই চলছিল জল্পনা৷ শোনা যাচ্ছিল, টেলিকম সংস্থা আইডিয়ার সঙ্গে মিশতে চাইছিল ভোডাফোন৷ ভারতীয় বাজারে ভোডাফোনের প্রতিপত্তি বাড়াতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা যাচ্ছিল৷ যদিও সংস্থার তরফে কোনও স্থির সিদ্ধান্ত এতদিন জানানো হয়নি৷  ভোডাফোন ইন্ডিয়ার তরফে সম্প্রতি তা নিশ্চিত করা হল৷ জানানো হয়েছে, দুটি কোম্পানির এক হয়ে যাওয়া নিয়ে, আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা চলছে৷ বাস্তবায়িত হলে এটাই দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবথেকে বড় চুক্তি হতে চলেছে৷

Advertisement

নোকিয়ার পর বাজারে প্রত্যাবর্তন হচ্ছে ব্ল্যাকবেরিরও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement