Advertisement
Advertisement

Breaking News

ভোডাফোনের নতুন অফার চমকে দেবে আপনাকে

অফার কিন্তু শুধু আগস্ট মাসের জন্যই!

Vodafone Has A Surprise For Their Users
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 9:51 am
  • Updated:June 11, 2018 4:15 pm  

স্টাফ রিপোর্টার: আগস্ট মাসে ভোডাফোন নিখরচায় টানা দশ মিনিট কথা বলার সুযোগ দিচ্ছে গ্রাহকদের৷ এজন্য গ্রাহককে ইংরেজিতে ‘বেটার’ লিখে ১৯৯-এ এসএমএস করতে হবে৷ প্রি-পেড ব্যবহারকারীরা পরদিন মধ্যরাত পর্যন্ত এই পরিষেবা পাবেন৷
অন্যদিকে, পোস্ট পেড ব্যবহারকারীরা বিলিং মাসের যে কোনও সময়ে এই সুযোগ পাবেন৷ এসএমএস করার আধ ঘণ্টার মধ্যেই সাড়া পাবেন গ্রাহকরা৷ একবারেই টানা দশ মিনিট পর্যন্ত বিনা খরচে কথা বলার সুযোগ পাবেন তাঁরা৷
শুক্রবারই পরিষেবার সূচনা করে ভোডাফোন ইন্ডিয়ার গ্রাহক-অধিকর্তা সন্দীপ কাটারিয়ার বলেছেন, “আমাদের ভোডাফোন সুপারনেট নেটওয়ার্কে প্রতি আলাপই গুরুত্বপূর্ণ৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement