সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে Y21-এর পর এবার আরেকটি নতুন মডেল Y21L নিয়ে এল Vivo৷ ফোর-জি, ডুয়াল সিমের এই নতুন মডেলে রয়েছে ৪.৫ ইঞ্চির স্ক্রিন৷ ডিসপ্লে ৪৮০x৮৫৪ পিক্সেলের৷
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট বেসড এই ফোনে রয়েছে ১.২ গিগাহার্ৎজ কোয়াড-কোর ৪১০ প্রসেসর, সঙ্গে ১ জিবি র্যাম৷ রিয়ার ক্যামেরা ৫ এমপি-র, ফ্রন্ট ২ এমপি-র৷ বাজেট স্মার্টফোন ক্যাটাগরিতে সর্বশেষ সংযোজন এই হ্যান্ডসেটের ইনবিল্ট মেমোরি ১৬ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি৷ এই ফোনের ব্যাটারি ২০০০ এমএএইচ৷ ওজন মাত্র ১৪৫ গ্রাম৷ রয়েছে অ্যাকসেলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর৷
সংস্থার দাবি, Y21L হ্যান্ডসেটে রয়েছে পাম ক্যাপচার ও ভয়েস ক্যাপচার ফিচার৷ সেলফি তোলার সময় হাতের তালু স্ক্রিনের সামনে আনলে বা ‘চিজ’ বললেই ছবি উঠবে৷ পাশাপাশি রয়েছে স্মার্ট ওয়েক, স্মার্ট ক্লিক-এর মতো প্রযুক্তিও৷ হ্যান্ডসেটটির দাম ৭,৪৯০ টাকা৷ আপাতত সাদা ও ধূসর রঙের মডেল দুটির বিক্রি শুরু হচ্ছে৷
#Selfies now get a unique makeover!
Apply tailored photo filters with gender specific beautification in #Vivo #Y31L. pic.twitter.com/YEwoD6Cf0o— Vivo India (@Vivo_India) August 24, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.