Advertisement
Advertisement

ডুয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুবিধা এই নয়া স্মার্টফোনে

মডেলটির তুরুপের তাস এই ডুয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট৷

Videocon set to launch a new smartphone with Dual WhatsApp Account Support
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 9:07 pm
  • Updated:September 16, 2016 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাটিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা চূড়ান্ত৷ কিন্তু ফোনে একাধিক সিম থাকলেও, একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ম্যানেজ করা সম্ভব হয় না৷  অথচ আলাদা নম্বরের ভিত্তিতে আলাদা অ্যাকাউন্টের চাহিদা বেশ অনেকদিন থেকেই শোনা যাচ্ছে৷ ভিডিওকনের নয়া ফোনে সে সমস্যা মিটতে চলেছে৷ Q1V500K  মডেলটিতে থাকছে এই সুবিধা৷

সম্প্রতি সংস্থার সাইটে এই ফোনের কথা জানানো হয়েছে৷ বিশেষ এই সুবিধা ছাড়া সেলফিপ্রেমীদের জন্যও এই ফোন লোভনীয়৷ কেননা ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে এই মডেলটিতে৷ এছাড়া থাকছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও৷ একনজরে ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল-

Advertisement

ডিসপ্লে-৫ ইঞ্চি

স্টোরেজ-১৬ জিবি

ব়্যাম- ২ জিবি

ওএস- অ্যান্ড্রয়েড ৫.০.২

প্রযুক্তিবাজারে ধারণা, জিওমি নোট ৩’র সঙ্গে প্রতিযোগিতার খাতিরেই বাজারে এই মডেল আনছে ভিডিওকন৷ অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি মডেলটির তুরুপের তাস এই ডুয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট৷ নয়া এই ফিচারে বিজনেস অ্যাকাউন্ট ও ব্যক্তিগত অ্যাকাউন্টকে আলাদা করতে পারবেন ব্যবহারকারীরা৷ সংস্থার ওয়েবসাইটে অবশ্য এখনও ফোনটির দাম ঘোষণা করা হয়নি৷ তবে মনে করা হচ্ছে সাধ্যের মধ্যেই আসবে ফোনটি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement