সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগদ লেনদেন এখন অতীতই বলা যায়। অ্যামাউন্ট বড় হোক বা ছোট, সকলেই অনলাইন লেনদেন পছন্দ করেন। অধিকাংশ পেমেন্টই হয় ইউপিআই (UPI) এর মাধ্যমে। কিন্তু জানেন কি ১ ফেব্রুয়ারি থেকে কাজ নাও করতে পারে আপনার ইউপিআই আইডি?
ব্যাপারটা ঠিক কী? NPCI(The National Payments Corporation of India)-এর তরফে নতুন নিয়ম জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, UPI আইডির ক্ষেত্রে কিছু বদল আনা হচ্ছে। যে সকল আইডিতে বিশেষ ক্যারেক্টার অর্থাৎ, @,! বা # রয়েছে, সেগুলো আর কাজ করবে না। ১ ফেব্রুয়ারি থেকে ওই ধরনের ইউপিআই ব্যবহার করে টাকা লেনদেন করা যাবে না। ইউপিআই আইডি হতে হবে আলফা-নিউমেরিক।
যাতে সমস্যায় পড়তে না হয় তার জন্য কী করবেন? প্রথমে দেখুন আপনার ইউপিআই অ্যাপ আপডেটেট কি না। তারপর নিজের ইউপিআই আইডি চেক করুন। নিজের অ্যাপের সেটিং চেক করুন। যদি নিজে বুঝতে না পারেন সেক্ষেত্রে অ্যাপের হেল্প-অপশনে যান। তাহলেই মিলবে তথ্য। এছাড়া ঠিকঠাক ইউপিআই অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। NPCI-এর দাবি, সুরক্ষার খাতিরেই ইউপিআই সংক্রান্ত সিদ্ধান্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.