Advertisement
Advertisement
super smartphone

এই সুপার স্মার্টফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ

৬০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে এই হ্যান্ডসেটে৷ IMAX 6K প্রযুক্তিতে ভিডিও রেকর্ডিং করা যাবে৷

This super smartphone has 12 gb RAM and 1 TB storage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 8:00 pm
  • Updated:April 5, 2019 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিউরিং রোবোটিকস ইন্ডাস্ট্রিজ (টিআরআই) তৈরি করেছে এমন এক স্মার্টফোন, যাকে বিশেষজ্ঞরা সুপার স্মার্টফোন বলে দাবি করছেন৷ কেন এই স্মার্টফোনকে সুপার স্মার্টফোন বলা হচ্ছে? তাহলে আপনাকে এর স্পেসিফিকেশনের উপর চোখ বোলাতে হবে৷

এই স্মার্টফোনে রয়েছে ‘ভয়েস অন’ টেকনোলজি৷ ইউজারের গলার স্বর শুনে এই ফোন অন-অফ হবে৷ রয়েছে বায়োমেট্রিক অথেনটিকেশনও৷ স্মার্টফোনটির নাম Turing Phone Cadenza৷ সংস্থা মডেলটি প্রকাশ্যে আনতেই হইচই পড়ে গিয়েছে দুনিয়াজুড়ে৷ অনেকে বলতে শুরু করেছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ভবিষ্যৎ এই নয়া হ্যান্ডসেট৷

Advertisement

এবার আসা যাক ডিসপ্লে-র প্রসঙ্গে৷ ৫.৮ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, রেজোলিউশন ১৪৪০x২৫৬০৷ একটি নয়, এই স্মার্টফোনে রয়েছে দু’টি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিউ, সঙ্গে ১২ জিবি র‍্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ১ টিবি, অর্থাৎ ১০২৪ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে আরও ৫০০ জিবি স্টোরেজ জুড়ে দেওয়া যাবে৷

এই Cadenza স্মার্টফোনের ওএস বা অপারেটিং সিস্টেম তৈরি করেছে প্রস্তুতকারক সংস্থা নিজেই৷ নাম Swordfish OS৷ ৬০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে এই হ্যান্ডসেটে৷ IMAX 6K প্রযুক্তিতে ভিডিও রেকর্ডিং করা যাবে৷ ফ্রন্ট ক্যামেরা ২০ এমপি-র৷ একসঙ্গে চারটি ন্যানো সিম কার্ড ইনস্টল করা যাবে৷ সঙ্গে ১০০ ওয়াট আওয়ার্স ব্যাটারি৷

এখন অবশ্য হ্যান্ডসেটটির প্রোটোটাইপ তৈরি হয়েছে, বাজারে আসতে আরও এক বছর দেরি৷ হ্যান্ডসেট প্রস্তুতকারক সংস্থা টিআরআই-এর সিইও স্টিভ চ্যাও দাবি করেছেন, ভবিষ্যতে স্মার্টফোনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ইন্টিগ্রেড করার গবেষণা চালাচ্ছে তাঁর সংস্থা৷

Turing-Phone-Cadenza

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement