সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ পর্যটন ক্ষেত্র। আর ভূস্বর্গে ভ্রমণ মানেই শ্রীনগরের ডাল লেকে শিকারা বিহার। এবার যা আরও সহজ হল। নেপথ্যে উবের অ্যাপ পরিষেবা। এবার থেকে যার মাধ্যমে শিকারা ভ্রমণ বুকিং করতে পারবেন পর্যটকেরা। সোমবারই অ্যাপ নির্ভর পরিবহণ সংস্থাটি নয়া এই পরিষেবা চালু করেছে। উবের অ্যাপের মাধ্যমে অগ্রিম বুকিংয়েরও সুবিধা পাবেন পর্যটকেরা। অর্থাৎ, আপনি কাশ্মীরে পৌঁছানোর আগেই শিকারা বিহার বুক করে ফেলতে পারেন।
উবেরের তরফে জানানো হয়েছে, ১৫ দিন আগে থেকে ১২ ঘণ্টা আগে পর্যন্ত শিকারা বিহার বুকিং করা যাবে। পরিষেবা মিলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ডাল হ্রদের ১৬ নম্বর শিকারা ঘাট থেকে এই পরিষেবা পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, শিকারা পরিষেবার জন্য যাত্রীদের থেকে যা ভাড়া নেওয়া হবে, তার পুরোটাই পাবেন শিকারা চালক। সংস্থার দাবি, জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের আর্থিক উন্নয়নের কথা ভেবেই নয়া পরিষেবা চালু হচ্ছে।
উবের জানিয়েছে, আপাতত সাতটি শিকারা অ্যাপ নির্ভর পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে। ধীরে ধীরে শিকারার সংখ্যা বাড়ানো হবে। সংস্থার মাধ্যমে বুক করা শিকারায় একসঙ্গে চার জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। উল্লেখ্য, ভারতে এই প্রথম জলপথে কোনও অ্যাপ নির্ভর পরিবহণ পরিষেবা চালু হল। যা ইটালি, স্পেনের মতো দেশে দেখা যায়। উবেরের কর্মকর্তা প্রভজিৎ সিং বলেন, উবের শিকারা প্রযুক্তি এবং ঐতিহ্যের মেলবন্ধনের এক পরিষেবা। ভ্রমণকারীদের নির্বিঘ্ন শিকারা রাইডের অভিজ্ঞতা দেওয়াই সংস্থার উদ্দেশ্য়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.