Advertisement
Advertisement

এবার গঙ্গাবক্ষে প্যাকেজে তর্পণ, থাকছে পেটপুজোর বিশেষ সুযোগ

মহালয়ার দিন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের বিশেষ উদ্যোগ৷

WBTDC organized packaged Tarpan at Babughat in Mahalaya
Published by: Tanujit Das
  • Posted:September 15, 2019 12:18 pm
  • Updated:September 15, 2019 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার পুণ্য লগ্নে পূর্বপুরুষদের আত্মার শান্তিকামনার রীতি বহু যুগ ধরেই আমাদের এই সমাজে চলে আসছে৷ পিতৃপক্ষের শেষ লগ্নে গঙ্গার ঘাটে মন্ত্রপাঠের মাধ্যমে এই রীতি সারেন বিপুল সংখ্যক মানুষ৷ পূর্বপুরুষকে ভক্তিভোরে পিণ্ডদানের মাধ্যমে তাঁদের আশীর্বাদ পাওয়ার আশায় মহালয়ার দিন প্রতিটি গঙ্গার ঘাটে চলে তর্পণের রীতি৷ আর এই রীতিকেই এবার বিশেষ ট্যুর প্যাকেজের অন্দরে নিয়ে এল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম (West Bengal Tourism Development Corporation)।

[ আরও পড়ুন: ‘হিন্দু-মুসলিম নয়, বাঙালি পরিচয়ই প্রথম’, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ]

Advertisement

জানা গিয়েছে, এই ট্যুর প্যাকেজের আওতায় মহালয়ার দিন বিশেষ তর্পণের সুবিধা যেমন থাকবে৷ তেমনই থাকবে পর্যটন উন্নয়ন নিগমের জাহাজে চড়ে গঙ্গার বুকে ভেসে মনোরম পরিবেশ উপভোগের সুযোগ৷ সঙ্গে থাকছে ইচ্ছামতো পেট পুজোর সুযোগও৷ তবে এই সবকিছুর জন্যই করতে হবে আগাম বুকিং৷ তারজন্য পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ওয়েবসাইট https://www.wbtdcl.com/ -এ গিয়ে বুকিং সেরে ফেলতে হবে৷ জন প্রতি খরচ পড়বে ১৬০০ টাকা৷ সূত্রের খবর, ইতিমধ্যে অধিকাংশ আসনই দখল হরে নিয়েছেন প্রমোদপ্রিয় বাঙালিদের একাংশ৷ পড়ে রয়েছে মাত্র কয়েকটি৷

[ আরও পড়ুন: আগামীর রূপরেখা তৈরিতে নজর, ফের রাজ্য সফরে সংঘপ্রধান মোহন ভাগবত ]

জানা গিয়েছে, আগামী ২৮ আগস্ট মহালয়ার দিন সকাল ৭টায় কলকাতার বাবুঘাট থেকে ছাড়বে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের বিশেষ জাহাজটি৷ যাত্রীদের মনে করে সঙ্গে আনতে হবে, তর্পণের সামগ্রী, যেমন- চন্দন, তিল, তুলসী পাতা, ত্রিপত্রী ও কোশা-কুশি৷ ওয়েবসাইটে বলা হয়েছে, ওইদিন বাবুঘাট থেকে সকাল ৮টায় ছাড়বে ওই বিশেষ জাহাজটি৷ দক্ষিণেশ্বর মন্দির, বেলুরমঠ, বাগবাজার, আহিরিটোলা, কুমোরটুলি হয়ে বেলা ৩টের সময় ফের বাবুঘাটে আসবে ওটি৷ সকাল দুপুর পর্যন্ত গঙ্গাবক্ষে এই ভ্রমণসূচিতে থাকছে জলখাবার ও মধ্যাহ্নভোজের বিশেষ আয়োজন। নিগমের আশা, প্রথমবার এই ধরনের অভিজ্ঞতার সাক্ষী থাকতে চাইবে অনেক মানুষই৷ ফলে তাঁদের এই উদ্যোগ সফল হবেই হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement