Advertisement
Advertisement

উচ্ছ্বল যৌবনা ব্রাহ্মণী নদী আর জঙ্গলের দেশে

পাশেই শক্তিসাধকদের তন্ত্রভূমি দুমকার গুপ্তকাশী মলুটি গ্রাম।

Tumbani, Rampurhat, 260 kms from Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 7:21 pm
  • Updated:June 12, 2018 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেরোর খাতায় পড়ে থাক হিসেব যতো, মন চলুক মনের মতো৷ আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি৷ প্রকৃতি সেজেছে অপরূপ সাজে৷ পড়ে থাক সব হাতের কাজ৷ লালমাটির অজানা পথে হারিয়ে যাওয়ার এই তো সময়৷ হারিয়ে যেতে চাওয়া যাযাবর মনের আদর্শ ঠিকানা রামপুরহাটের টুম্বোনি৷

tumboni-temple

Advertisement

কী দেখবেন –

  • বৃষ্টিভেজা লাল মাটির সোঁদা গন্ধ স্বাগত জানাবে প্রকৃতির কোলে৷
  • উচ্ছ্বল যৌবনের মতো বর্ষার জলে টইটম্বুর ব্রাহ্মণী নদীর রূপ ভাষায় অবর্ণনীয়৷
  • পাশেই পাতালপাহাড়ি গ্রাম৷ সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মিশে যেতে পারেন কালীপাহাড়ের জঙ্গলে৷
  • হাতে সময় থাকলে দেখতে পারেন ঐতিহাসিক মলুটি গ্রাম৷ চতুর্দশ শতকের মল্লহাটি আজ হয়েছে মলুটি৷ শক্তিসাধকদের তন্ত্রভূমি দুমকার গুপ্তকাশী মলুটি গ্রাম। বাঙালি প্রধান মলুটিতে ৮-১০ ঘর ওঁরাও-এর বাস৷

3

কীভাবে যাবেন –

হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস কিংবা শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস নয়তো রামপুরহাট প্যাসেঞ্জার, যেই ট্রেনেই যান নামতে হবে রামপুরহাট স্টেশনে৷ সেখান থেকে দুমকার দিকে ১০ কিলোমিটার পথ টুম্বোনি৷

2

কোথায় থাকবেন –

প্রকৃতির মাঝে গেলে থাকার সেরা ঠিকানা দুই বেডরুমের ফরেস্ট বাংলোই৷ খাওয়া-দাওয়ার ব্যবস্থা সেখানেই হয়ে যাবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement