Advertisement
Advertisement

বর্ষায় চলুন পূবের স্কটল্যান্ডে

বর্ষাকালে শিলংয়ে পর্যটকদের ভিড় তুলনামূলক কমই থাকে৷ তাই এই সময় শান্তির খোঁজে 'পূবের স্কটল্যান্ড'-এ পাড়ি দেওয়ার আইডিয়াটা নেহাত মন্দ হবে না৷ সবুজে ঢাকা পাহাড় আর তার বুক চিরে নেমে আসা জলপ্রপাত বর্ষায় অনন্য রূপ ধারণ করে৷

tourist spot: Shillong, Meghalaya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 10:00 pm
  • Updated:February 28, 2019 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় বর্ষা ঢুকে পড়েছে৷ ভ্যাপসা গরম থেকে মুক্তি পেয়েছে বঙ্গবাসী৷ উপরি পাওনা হিসেবে মিলেছে ঈদের দু’দিনের ছুটি৷ বুধ-বৃহস্পতি অফিস বন্ধ৷ আর শনি-রবি তো ছুটিই থাকে৷ মাঝে শুধু শুক্রবার৷ সেই দিনটা ছুটি ম্যানেজ করতে পারলেই কেল্লাফতে৷ পাঁচদিনের ছুটিতে ঘুরতে যাওয়া যেতেই পারে৷ আর জুলাই মাসে কাছে পিঠে ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা হল শিলং৷ মাটির সোঁদা গন্ধ, বৃষ্টি ভেজা পাহাড় আপনাকে হাতছানি দেবেই৷

Roads-to-Shillong

Advertisement

বর্ষাকালে শিলংয়ে পর্যটকদের ভিড় তুলনামূলক কমই থাকে৷ তাই এই সময় শান্তির খোঁজে ‘পূবের স্কটল্যান্ড’-এ পাড়ি দেওয়ার আইডিয়াটা নেহাত মন্দ হবে না৷ সবুজে ঢাকা পাহাড় আর তার বুক চিরে নেমে আসা জলপ্রপাত বর্ষায় অনন্য রূপ ধারণ করে৷ শিলং থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত চেরাপুঞ্জি৷ যে স্থান সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জন্য পরিচিত৷ গাড়ি ভাড়া করে সেখানকার চুনাপাথরের গুহা দর্শন করে আসতে পারেন৷ এছাড়াও খাসির প্রাচীন গীর্জাও অন্যতম দর্শনীয় স্থান৷

এরপর যেতে পারেন ওয়ার্ডস লেকে৷ প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে বোটিং করার ইচ্ছেপূরণও হতে পারে৷ সময় থাকলে ঘুরে নিন স্টেট মিউজিয়াম, লেডি হায়দারি পার্ক, বোটালিক্যাল গার্ডেনও৷

shillong1

কীভাবে যাবেন
আকাশপথে গেলে গুয়াহাটি বিমানবন্দরে নামতে হবে৷ সেখান থেকে বাস অথবা গাড়িতে পৌঁছে যাওয়া যাবে শিলং৷ ট্রেনে গেলেও শিলংয়ের সবচেয়ে কাছের স্টেশন গুয়াহাটি৷ এছাড়া ভলভো বাসও মেঘালয়ের রাজধানীতে পৌঁছে দেবে আপনাকে৷

কোথায় থাকবেন
পাঁচতারা হোটেল হয়তো পাবেন না৷ তবে থাকার জন্য প্রচুর ভাল হোটেল রয়েছে৷ শহরের কোলাহল থেকে দূরে থাকতে ইচ্ছা করলে কয়েক কিলোমিটার দূরেও গেস্ট হাউস বা হোটেল ভাড়া করে থাকতে পারেন৷ স্বল্প খরচে সবরকম সুবিধা সমেত হোটেল পেতে খুব একটা খাটনি হবে না৷
তাহলে আর ভাবনা কী? এবারের বর্ষাকে অন্যভাবে বরণ করে নিতে ব্যাগ গোছাতে শুরু করে দিন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement