সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মব্যস্ত জীবনে খুব বেশি দূরে সচরাচর বেড়াতে যাওয়া হয় না। কিন্তু এই রোজকার অফিস-কাছারি, সংসার, সন্তানের দায়িত্ব জীবনকে তো একঘেয়ে করে তোলে। এমন পরিস্থিতিতে যদি একটা লম্বা ছুটি পাওয়া যায় তাহলে বাঙালিকে আর রোখে কার সাধ্যি? কিন্তু তল্পিতল্পা গুটিয়ে তো আর বেরিয়ে পড়লেই হল না! তার আগে এই ১০টি কাজ অবশ্য কর্তব্য।
আপনার ক্রেডিট কার্ড কোম্পানিকে জানিয়ে রাখুন। বাইরে ঘুরতে গেলে আচমকাই আপনার অনেক টাকার প্রয়োজন হতে পারে। কারণ বিপদ-আপদ তো কাউকে বলে আসে না। আর ক্রেডিট কার্ড যদি অ্যাক্টিভ না করে থাকেন, তাহলে ঘোরার আগে যত দ্রুত সম্ভব সেটা করে ফেলুন। ব্যাঙ্কের এটিএমে যথাযথ টাকা আছে কিনা সেটাও নিশ্চিত করুন।
বিদেশে ঘুরতে গেলে ফোনের সিমকার্ড, রিচার্জ এসব সম্বন্ধে আগেই খোঁজখবর নিন।
চোরের উপদ্রব নতুন কিছু নয়। ফাঁকা বাড়ি পেলেই হল। তাই লম্বা ছুটিতে যেতে হলে কোনও বিশ্বস্ত সিকিউরিটি সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। নিরাপত্তারক্ষী রেখে তবেই বাড়ি থেকে বেরোন। আপনার বাড়িতে যথাযথ নিরাপত্তা থাকলে শান্তিতে ঘুরতে পারবেন।
বিমান হোক কিংবা বাস-ট্রেন, টিকিট কনফার্ম কিনা, সেটা নিশ্চিত করে তবেই বাড়ি থেকে বেরোন। অনেককেই কিন্তু ঘুরতে গিয়ে টিকিটের ঝামেলা পোহাতে হয়েছে।
টুরে যাওয়ার আগে বাড়ির সমস্ত বিল মিটিয়ে দিন। নইলে এসে চাপে পড়বেন।
যেখানে ঘুরতে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া সম্পর্কে খোঁজ নিয়ে প্যাকিং করুন। অযথা কাপড় বাড়াবেন না।
ঘরে রাখা অতিরিক্ত খাবার হয় নিজেরা খেয়ে শেষ করুন। নইলে কাউকে দিয়ে দিন। নষ্ট করবেন না। ফল-সবজির ক্ষেত্রেও তাই। মোট কথা বাড়িতে রেখে যাবেন না। পচন ধরে বদ্ধ ঘরে কেলেঙ্কারি কাণ্ড ঘটবে।
যেখানে ঘুরতে যাচ্ছেন, সেখানকার সমস্ত যোগাযোগ নম্বর এক কপি করে বিশ্বস্ত কোনও বন্ধু বা আত্মীয়স্বজনকে জানিয়ে রাখুন।
ওয়ালেট কিংবা হাতব্যাগ থেকে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিয়ে হালকা করুন। প্রয়োজনীয় জিনিস ব্যাগের একেবারে ভিতরে ঢোকাবেন না। প্রতিপদে লাগতে পারে এরকম জিনিস হাতব্যাগে রাখুন। ওষুধ, ফার্স্টঅ্যাড বক্স নিতে ভুলবেন না।
বাড়ির বাইরে জুতোর র্যাক বা কোনও আসবাব থাকলে সেটা ভিতরে ঢুকিয়ে রেখে যান। বিছানাপত্র, ডাইনিং টেবিল ঢেকে যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.