Advertisement
Advertisement

Breaking News

Thailand

বিনা ভিসাতেই ঘুরে আসুন থাইল্যান্ড! বড় ঘোষণা সে দেশের পর্যটন দপ্তরের

ব্যাংকক-পাটায়া ঘোরার সুবর্ণ সুযোগ।

Thailand Waive Visa Requirements For Indians | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 31, 2023 2:24 pm
  • Updated:October 31, 2023 8:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ ভ্রমণে অন্যতম ঝক্কি ভিসা। সঠিক সময় তা মিলব কি না, কত দিনের ভিসা পাওয়া যাবে, এই নিয়ে আশঙ্কায় থাকেন সকলেই। এই অবস্থায় নিজেদের দেশের পর্যটনকে আরও জনপ্রিয় করতে অভিনব সিদ্ধান্ত নিল থাইল্যান্ড (Thailand) সরকার। ভারতীয়দের জন্য আগামী সাত মাস ‘ভিসা ফ্রি’ হয়ে গেল দেশটি। ভারতের পাশাপাশি তাইওয়ানের নাগরিকরাও এই সুবিধা পাবেন।

থাইল্যান্ডের পর্যটন মন্ত্রালয় জানিয়েছে, আগামী ১০ নভেম্বর ২০২৩ থেকে ১০ মে ২০২৪ পর্যন্ত ভিসা ছাড়াই ব্যাংকক-পাটায়ার দেশে বেড়াতে যেতে পারবেন ভারতীয়রা। এক দফায় সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন সেখানে। তাইওয়ানের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উদ্দেশ্য, পর্যটন শিল্পের মাধ্যমে আরও বেশি বিদেশি মুদ্রা আয়। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে চিনা নাগরিকদের জন্য ‘ভিসা ফ্রি’ হয় থাইল্যান্ড। এর ফলও মিলেছে। দেশটির জনপ্রিয় পর্যটন শহর ব্যাংকক পাটায়াতে উপচে পড়েছে ভ্রমণপিপাসুদের ভিড়।

Advertisement

[আরও পড়ুন: ‘সরকার বন্ধু আদানির চাপেই হ্যাকিং’, সাংসদদের ফোনে নজরদারিতে বিস্ফোরক রাহুল]

থাইল্যান্ডের পর্যটন দপ্তরের তথ্য অনুয়ায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ অক্টোবর অবধি বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ২ কোটি ২ লক্ষ। আয় হয়েছে আড়াই হাজার কোটি টাকা। উল্লেখ্য, মালোয়েশিয়া, চিন এবং দক্ষিণ কোরিয়ার পরে থাইল্যান্ডে পর্যটক সংখ্যায় এগিয়ে ভারতীয়রা। বছরে প্রায় ১২ লক্ষ ভারতীয় থাইল্যান্ড ভ্রমণ করেন। এবার আগামী সাত মাসের জন্য ভিসা তুলে নেওয়ায় তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ছেলে বিক্রি আছে! যোগীরাজ্যে ফুটপাতে ঋণ শোধ করতে প্ল্যাকার্ড হাতে অসহায় বাবা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement