Advertisement
Advertisement
Taiwan Travel

বিদেশ ভ্রমণের মজা এবার দ্বিগুণ! এই দেশে বেড়াতে গেলে মিলবে নগদ পুরস্কার, কেনাকাটিতেও ছাড়

জানেন কি বিমানের টিকিটও মিলতে পারে বিনামূল্যে?

Taiwan offers cash incentives for travelers | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 26, 2023 1:44 pm
  • Updated:February 26, 2023 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ ভ্রমণের মজা এবার দ্বিগুণ। বিদেশে বেড়ানোর সঙ্গে-সঙ্গে মিলবে আর্থিক উপহারও। শুধু ক্যাশব্যাক নয়, বিদেশে শপিং- বিমানের টিকিটের উপর মিলতে পারে বিশেষ ছাড়ও। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কোথায় মিলছে এমন সুযোগ?

Advertisement

 

[আরও পড়ুন: আক্রান্ত পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সঞ্চালক, বাড়ির সামনেই হামলা আততায়ীর]

বিদেশে বেড়ানোর পরিকল্পনা করছেন? তাহলে এবার উইশ লিস্টের তালিকার প্রথমেই জুড়ে নিন তাইওয়ানের নাম। কারণ, সে দেশের পর্যটন ব্যবসাকে চাঙ্গা করতে নয়া পরিকল্পনা করেছে তাইওয়ান সরকার। যার ফলে ব্যাপক লাভ পেতে পারেন পর্যটকরা। সাশ্রয় হতে পারে বিদেশ ভ্রমণের খরচও।

 

[আরও পড়ুন: রাজ্যে দাপট বাড়ছে অ্যাডিনো ভাইরাসের, ‘বাইরে থেকে এসে বাচ্চার সংস্পর্শে নয়’, সতর্কবার্তা বিশেষজ্ঞদের]

জানা গিয়েছে, তাইওয়ানের অর্থনীতিতে বড় অবদান রয়েছে পর্যটনের। তাদের জিডিপির ৪ শতাংশ আসে পর্যটন থেকে। করোনা কালে সেই আয়ে ভাঁটা পড়েছিল। খরা কাটাতে পর্যটন খাতে ৮২ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে তারা। ভারতীয় অর্থে যার মূল্য প্রায় ৬৮০ কোটি টাকা। তাইওয়ান সরকার জানিয়েছে, নির্দিষ্ট সংখ্যক পর্যটককে দেওয়া হবে আর্থিক উপহার। প্রত্য়েক পর্যটককে দেওয়া হবে ১৬৫ ডলার নগদ। এই টাকা বিভিন্ন ছাড়, লাকি ড্রয়ের মাধ্যমে পৌঁছে যাবে পর্যটকদের কাছে। মিলতে পারে বিমান টিকিটে ছাড়ও। আবার বিনামূল্যে বিমান চড়াও সেরে ফেলতে পারবেন এই সুযোগ কাজে লাগিয়ে। এই সুযোগ পাবেন অন্তত ৫ লক্ষ পর্যটক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement