সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষামঙ্গলের গানে দিন শুরু হয় এখানে, শেষ হয় জ্যোৎস্নারাতের অপার্থিব সৌন্দর্যে৷ বসন্তে পলাশের আগুনে আরও মোহময়ী হয়ে ওঠে শুশুনিয়া৷ একদিকে ইতিহাসের ঐতিহ্য, অন্যদিকে প্রকৃতির অপার ঐশ্বর্য, দুইয়ের সংমিশ্রণে পর্যটকদের সপ্তাহান্তের ছুটি কাটানো আদর্শ ঠিকানা হয়ে উঠেছে প্রকৃতির এই স্বর্গরাজ্য৷
কী দেখবেন –
কীভাবে যাবেন –
হাওড়া থেকে ট্রেন ধরে নামতে হবে ছাতনা রেল স্টেশনে৷ ছাতনা থেকে শুশুনিয়ার দূরত্ব ১০ কিলোমিটার৷ বাঁকুড়া বা দুর্গাপুর থেকে বাসে বা গাড়িতেও শুশুনিয়া পৌঁছনো যায়৷
কোথায় থাকবেন –
থাকার জায়গা এখানে তিনটে- কোলে বাংলো, রামকৃষ্ণ লজ আর গ্রিন লজ৷ তিন মাথার মোড়ের মাথায় বেশ কয়েকটা ঝুপড়ি দোকান আছে৷ সেখানে আগে থেকে বলে রাখলে রান্না করে রাখা হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.