Advertisement
Advertisement

Breaking News

অচিন এই গাঁয়ে ঘুম আসে মাদলের তালে

দিগন্ত বিস্তৃত শাল-পিয়াল-শিমুলের বনে হারিয়ে যেতে চাইবে আপনার মন৷ রাতের বেলা মাদলের নেশায় নেচে উঠবে মন৷

Spend some time at peaceful Duarsini
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 9:36 pm
  • Updated:February 28, 2019 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেনা পথের পথিক অনেকেই হয়৷ তবে অচেনা পথে হাঁটার আনন্দই আলাদা৷ প্রকৃতির কোলে এমনই এক শান্ত-সুন্দর অচেনা গ্রাম দুয়ারসিনি৷ শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত কয়েকটা দিন কাটিয়ে আসতেই পারেন এই অচিন গাঁয়ে৷

toto 1

Advertisement

কীভাবে যেতে হবে –

বর্ধমান থেকে ১৩ কিলোমিটার দূরে এবং পুরুলিয়া থেকে ৬৫ কিলোমিটার দূরে এই আদিবাসী গ্রাম৷ সবচেয়ে কাছে দুটি স্টেশন ঘাটশিলা এবং পুরুলিয়া স্টেশন৷ সেখান থেকে প্রাইভেট গাড়ির ব্যবস্থা৷

কী দেখবেন –

  • পর্যটকদের নজরে এখনও পড়েনি প্রকৃতির এই অপরূপ সৃষ্টি৷ কিন্তু, অচেনার খোঁজে যারা বের হন তাঁদের সাদরে অভ্যর্থনা জানান আদিবাসীরা৷
  • দিগন্ত বিস্তৃত শাল-পিয়াল-শিমুলের বনে হারিয়ে যেতে চাইবে আপনার মন৷
  • সুন্দর সাতগুরঙ্গ নদীর বয়ে যাওয়া জল প্রাণে এনে দেবে প্রকৃতির অনাবিল আনন্দ৷
  • রাতের বেলা মাদলের নেশায় নেচে উঠবে মন৷

এইভাবেই প্রকৃতির কোল থেকে ফের সতেজতার মন্ত্র নিয়ে ফিরে আসবেন নতুন কিছু করার তাগিদ নিয়ে৷

toto

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement