Advertisement
Advertisement

Breaking News

প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য ‘ভারতের স্কটল্যান্ড’

এদেশেই সৌন্দর্যের ডালি সাজিয়ে আপনার অপেক্ষায় রয়েছে এমন এক এলাকা যা স্কটল্যান্ডের চেয়ে কোনও অংশে কম নয়৷

Scotland of India, Coorg is one of the favourite places for nature lovers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 9:21 pm
  • Updated:June 12, 2018 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির সৌন্দর্যের সাক্ষী হতে বিপুল পরিমাণ অর্থ খরচ করে সুদূর স্কটল্যান্ডে যাওয়ার প্রয়োজন নেই৷ কারণ এদেশেই সৌন্দর্যের ডালি সাজিয়ে আপনার অপেক্ষায় রয়েছে এমন এক এলাকা যা স্কটল্যান্ডের চেয়ে কোনও অংশে কম নয়৷ কুর্গ৷ যা ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত৷ ১৯৫০ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ছিল এই কুর্গ প্রদেশ৷ তারপর তা তৎকালীন মাইসোর স্টেটের সঙ্গে জুড়ে যায়৷ বর্তমানে কর্নাটকের একটি জেলা হল এই কুর্গ৷ শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাধুর্য উপভোগের জন্য বারবার পর্যটকরা এখানে ছুটে আসেন৷ বিশেষ করে শীতকালে এই এলাকায় পাড়ি দেন ভ্রমণ পিপাসু বাঙালিরা৷

coorg_guide

Advertisement

কী দেখবেন

১. রাজার আসন বা রাজা’স সিট হল এখানকার অন্যতম আকর্ষণীয় স্থান৷ প্রাচীন যুগে এই জায়গা থেকে রাজারা সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতেন৷ চা বাগানে ঘেরা এই পাহাড়ি উপত্যকা পর্যটকদের মন ভরিয়ে দেয়৷ পাহাড়ের বুক চিড়ে তৈরি হয়েছে রাস্তা৷ দূর থেকে দেখলে মনে হয় পাহাড়কে কে যেন সুন্দরভাবে রঙিন ফিতে জড়িয়ে সাজিয়ে দিয়েছে৷

২. এখানকার ওমকারেশ্বর মন্দিরটি ১৮২০ সালে তৈরি হয়েছে৷ রাজ আমলে তৈরি এই মন্দিরটির পরতে পরতে চোখ ধাঁধানো কারুকার্যের নিদর্শন রয়েছে৷ মন্দিরটিকে ঘিরে রয়েছে একটি ভৌতিক কাহিনীও৷ শোনা যায়, তৎকালীন রাজা একবার এক ব্রাহ্মণকে হত্যা করেছিলেন৷ সেই ব্রাহ্মণের অতৃপ্ত আত্মা রাজাকে দিনরাত ধাওয়া করতে থাকে৷ এর থেকে মুক্তি পেতে রাজা ওমকারেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেন৷

gad
৩. কুর্গ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে আব্বি জলপ্রপাত৷ প্রকৃতি কোলে অলস দুপুর কাটাতে পর্যটকদের এই স্থান অত্যন্ত প্রিয়৷

৪. কাবেরী নদীর উৎসস্থল তালাকুভেরি৷ বছরের একটি নির্দিষ্ট সময় এখানকার একটি পুকুর থেকে জলপ্রবাহ হয়৷ সেই দৃশ্য দেখতে এখানে অনেকেই ভিড় জমান৷

Abbi-Water-Falls-Coorg
৫. কাবেরী নদীকে ঘিরে প্রায় ৬৪ একর এলাকা নিয়ে তৈরি হয়েছে কাবেরী নিসর্গধাম৷ চন্দন গাছের বাগান দেখার আদর্শ স্থান এটি৷ এখানে পাঁচ জনের থাকার জন্য রয়েছে ছোট কটেজ৷ সেখানে একরাত থেকে গোটা এলাকা ঘুরে দেখতে পারেন৷ এখানে রয়েছে একটি ডিয়ার পার্ক৷ এছাড়া হাতিতে চড়ার ব্যবস্থা ও বোটিং করার সুযোগও রয়েছে৷

৬. দক্ষিণ ভারতে তিব্বতি স্বাদ পেতে পৌঁছে যান বাইল কুপ্পেতে৷ এখানে গ্রেট গোম্পা, নামড্রোলিংয়ের মতো বেশ কয়েকটি মঠ দেখে নিতে পারেন৷ বৃহদাকার সোনালী রঙের বুদ্ধ মূর্তি দেখতে পর্যটকরা এখানে ঢুঁ মারেন৷

৭. বাড়ি ফেরার আগে সফরকে আরও খানিকটা রোমাঞ্চকর করে তুলতে চলে যান দুবারে অভয়ারণ্যে৷

dubare

কীভাবে যাবেন
হাওড়া থেকে ট্রেনে মাইসুরু৷ সেখান থেকে গাড়ি বুক করে পৌঁছে যান কুর্গ৷ বিমানে গেলে ম্যাঙ্গালোর বিমানবন্দরে নামতে হবে৷ সেখান থেকে গাড়িতে ১৩৬ কিলোমিটারের পথ হল কুর্গ৷

কোথায় থাকবেন
পাহাড়ি রিসর্ট থেকে শুরু করে ছোট বাজেট হোটেল৷ সব ধরনের অপশনই পেয়ে যাবেন পর্যটকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement