Advertisement
Advertisement

রহস্যে মোড়া দক্ষিণ ভারতের এই ট্রেকিং এলাকা

দিনের বেলাতেই সাভানদুর্গা ঘুরে নেওয়া ভাল৷

Savandurga Tourism, one of the favourite places of tourists 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 8:23 pm
  • Updated:October 12, 2016 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য আর রোমাঞ্চ৷ আর সেই রহস্য উন্মোচনের খিদেই ভ্রমণপিপাসুদের নিয়ে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে৷ প্রকৃতিপ্রেমীদের এমনই এক পছন্দের গন্তব্য হল সাভানদুর্গা৷ যার সৌন্দর্য চেটে-পুটে উপভোগ করতে পর্যটকরা দুর্গম পথ পেরোতেও দ্বিধা করেন না৷ শহরের কোলাহল থেকে বহু দূরে পাহাড় চূড়ায় বসে যাঁরা প্রকৃতিকে অন্যভাবে দেখতে চান, তাঁদের জন্য এই স্থান আদর্শ৷

bangalore-80

Advertisement

পশ্চিম বেঙ্গালুরু থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত সাভানদুর্গা শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম জনপ্রিয় এলাকা৷ কারণ সিঙ্গল রক ফর্মেশন গোটা এশিয়ায় খুব বেশি নেই৷ বিলিগুড্ডা (সাদা পাহাড়) ও কারিগুড্ডার (কালো পাহাড়) সমন্বয়ে তৈরি বিরাট এই পাহাড়ে ট্রেকিং ও রক ক্লাইম্বিং করতে আসেন পর্যটকরা৷ পাহাড়ের কোলে রয়েছে একটি মন্দির৷ একবার পাহাড় চূড়ায় পৌঁছতে পারলেই কেল্লাফতে৷ কারণ সেখান থেকে অক্রবতী নদীর শোভা দেখার মজাই আলাদা৷ পাহাড়ের নিচে পুকুরে ঝাঁকে ঝাঁকে ফুটে রয়েছে পদ্মফুল৷

Normal route, we've got two words forya - SUCK IT!!

দিনের বেলাতেই সাভানদুর্গা ঘুরে নেওয়া ভাল৷ সকাল সকাল ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়ুন৷ দু’টি পাহাড়ের মধ্যে যে কোনও একটি বেছে নিন ট্রেকিংয়ের জন্য৷ পাহাড় চূড়ায় পৌঁছতে ২-৩ ঘণ্টা মতো সময় লাগবে৷ ইচ্ছা থাকলে একদিনেই দু’টি পাহাড়ে উঠতে পারেন৷ রক ক্লাইম্বিংয়ের সময়ই ইতি-উতি চোখে পড়বে গুহা৷ বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা মারার জন্যও এই স্থান আদর্শ৷ দীর্ঘক্ষণ ট্রেকিং করে খিদে পেলে চলে যান কাছের রামনগর অথবা মাগাড়ি গ্রামে৷ সেখানের রেস্তোরাঁয় সুস্বাদু দক্ষিণী খাবার পেয়ে যাবেন৷ তবে রক ক্লাইম্বিংয়ের সময় সঙ্গে অবশ্যই জল রাখবেন৷

কীভাবে যাবেন
হাওড়া থেকে ট্রেনে অথবা বিমানে বেঙ্গালুরু৷ সেখান থেকে গাড়ি ভাড়া করে সাভানদুর্গায় পৌঁছে যাওয়া যাবে৷ এছাড়াও বেঙ্গালুরুর ম্যাজেস্টিক বাস ডিপো থেকে সাভানদুর্গা যাওয়ার একাধিক বাস পেয়ে যাবেন৷ অনেকে আবার অটোতেও সাভানদুর্গা যান৷ অটো অথবা ট্যাক্সিতে খরচ পড়ে ১০০০-১৫০০ টাকা৷ সকাল থেকে সারাদিনই সাভানদুর্গা যাওয়ার বাস, অটো পাওয়া যায়৷

কোথায় থাকবেন
সাভানদুর্গায় থাকার কোনও ব্যবস্থা নেই৷ বেঙ্গালুরুতেই থাকতে হবে আপনাকে৷ সেখান থেকে সাভানদুর্গার উদ্দেশ্যে রওনা দিতে হবে৷ বেঙ্গালুরুতে থাকার জন্য প্রচুর লজ ও হোটেল রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement