Advertisement
Advertisement

নিজের ছিমছাম রূপে পর্যটকদের মন ভোলায় সাজং

কাঞ্চনজঙ্ঘার কোলে সাজানো শান্ত-সুন্দর গ্রামখানি আপনারও মন ভোলাতে বাধ্য৷

Sajong, East Sikkim – 24 kms from Gangtok
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 9:11 pm
  • Updated:September 14, 2016 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে একটু সময় পেলেই ভ্রমণরসিক বাঙালি ছোটে উত্তরের পথে৷ হিমালয়ের কোলে যেখানে অনন্য রূপে সেজে উঠেছে প্রকৃতি৷ প্রকৃতির এমনই এক সৌন্দর্যের সাক্ষী সাজং৷ গ্যাংটক থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট এই গ্রাম ধীরে ধীরে জায়গা করে নিয়েছে পর্যটকদের  মাস্ট গো তালিকায়৷

sajong

Advertisement

কী দেখবেন –

  • নিজেদের কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকে ছোট্ট গ্রামখানি৷ পাহাড়ের ধাপে ধাপে ফলায় ধান৷
  • গ্রামের চারপাশে সুন্দর অর্কিডেরও দেখা মেলে৷ রয়েছে একটি অর্কিড মিউজিয়ামও৷
  • কাছেই রয়েছে রুমটেক ও রাঙ্কা বৌদ্ধ মঠ৷ আশেপাশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৌদ্ধ ধর্মের অনেক নিদর্শন৷
  • একটু দূরেই পাহাড়ে মাঝে রয়েছে শান্ত সুন্দর সমগো লেক৷
  • অনেকে আবার রে-খোলা নদীর হিমশীতল জলে একটু সাঁতারও কেটে নিতে পছন্দ করেন৷

group-outing-sajong1

কীভাবে যাবেন –

  • শিলিগুড়ি ও জলপাইগুড়ি, দুই জায়গা থেকেই গাড়ি ভাড়া করে যাওয়া যায় সাজংয়ে৷
  • সবচেয়ে কাছের বিমানবন্দর বাগডোগরা৷ সেখান থেকে চার ঘণ্টায় পৌছনো যায় ছোট্ট এই পাহাড়ি গ্রামে৷

কোথায় থাকবেন –

সাজংয়ে থাকার সেরা জায়গা হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট-সুন্দর রিসর্ট দ্য বাম্বু রিট্রিট৷ সুযোগ পেলে হোম-স্টেতেও থাকতে পারেন৷

bamboo_retreat

 

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement