Advertisement
Advertisement

Breaking News

শান্ত পাহাড়ের কোলে আলসেমিতে কাটবে এখানে

সকাল শুরু হবে সারিবদ্ধ পাইন ঘেরা রাস্তায় প্রাতভ্রমণের মাধ্যমে৷ বেলা বাড়লে রঙ-বেরঙের নুড়ি কুড়াতে চলে যেতে পারেন তিস্তার বাঁকে৷

Retreat to Ramdhura in North Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2016 8:30 pm
  • Updated:February 28, 2019 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত পাহাড়ের কোলে অলস বিকেল৷ সামনে বিশাল কাঞ্চনজঙ্ঘা পাহাড় চিরে বেরিয়ে আসা তিস্তার প্রবহমান ধারা৷ আপনি বসে সবুজ ঘাসের উপর৷ হাতের ধোঁয়া ওঠা চায়ের কাপে আস্তে আস্তে যেন সব চাওয়া-পাওয়া, না পাওয়াগুলি  মিলিয়ে যাচ্ছে৷ পড়ে থাকবে শুধু দুজন, আপনি ও প্রকৃতি৷ প্রকৃতির কোলে এমনই বিকেল উপহার দেবে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম রামধুরা৷

ramdhura 1

Advertisement

কী দেখবেন –

  • ডেলো থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রামে সকাল শুরু হবে সারিবদ্ধ পাইন ঘেরা রাস্তায় প্রাতভ্রমণের মাধ্যমে৷
  • বেলা বাড়লে রঙ-বেরঙের নুড়ি কুড়াতে চলে যেতে পারেন তিস্তার বাঁকে৷
  • বিকেলে সোনালি কাঞ্চনজঙ্ঘা বিদায় জানাবে আপনাকে নতুন সকালের আশ্বাস দিয়ে৷

কোথায় থাকবেন –

খুব বেশি লোক এখনও জানেন না রামধুরার কথা৷ তাই থাকার খুব বেশি থাকার জায়গা নেই৷ তবে, যেটুকু আছে তাতে আছে ছিমছাম ঘরোয়া পরিবেশ৷ এমনই দুটি জনপ্রিয় স্থান খালিং হোমস্টে ও ভুটিয়া হোমস্টে৷

ramdhura 2

কীভাবে যাবেন –

শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে গিয়ে নামতে হবে নিউ মাল জংশন স্টেশনে৷ সেখান থেকে মালবাজার৷ মালবাজার থেকে গাড়ি রামধুরা মাত্র তিন ঘণ্টার পথ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement