সুমিত বিশ্বাস, পুরুলিয়া: শীতের মরশুমে বিপুল পর্যটককে সামলাতে পুরুলিয়ায় এবার ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের সহায়তায় এই ট্যুরিস্ট পুলিশ খানিকটা গাইডের মত কাজ করবে। পর্যটকদের সঙ্গে দিনভর থেকে সাইট সিয়িং করানো অবশ্য নয়। সমগ্র জেলাজুড়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রের পুলিশ সহায়তা কেন্দ্রগুলিতে এই ট্যুরিস্ট পুলিশ মোতায়ন থাকবেন। প্রয়োজনে পর্যটকরা যা সাহায্য চাইবেন তার সবরকম ব্যবস্থা করবে এই ট্যুরিস্ট পুলিশ।
পর্যটকদের নিরাপত্তা থেকে অফ বিট সাইট সিয়িংগুলির পথও বাতলে দেবে। পর্যটকরা যাতে নির্দিষ্ট গন্তব্যে যেতে কোন সমস্যায় না পড়েন তার জন্য জেলা জুড়ে বিভিন্ন ব্যানারে পথ নির্দেশিকাও করেছে পুরুলিয়া জেলা পুলিশ। জেলার পর্যটনকে দুই মলাটে বন্দি করে একটি পুস্তিকাও করা হয়েছে। যেখানে প্রত্যেকটি সাইট সিয়িং-র বিশেষত্বের পাশাপাশি পুরুলিয়া জুড়ে অতিথিদের পর্যটক আবাস, হোম স্টের তালিকা এবং প্রয়োজনীয় ফোন নম্বর রয়েছে।
সমগ্র জেলাজুড়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রের পুলিশ সহায়তা কেন্দ্রে আপাতত ৪২ জন এই ট্যুরিস্ট পুলিশ থাকছে। যারা স্পেশাল হোমগার্ড ও সিভিক স্বেচ্ছাসেবক। তারা একটি স্পেশাল ড্রেসকোডে থাকায় খুব সহজেই পর্যটকরা তাদের চিনে নিতে পারবেন। তাদের পোশাকে থাকবে কচি কলাপাতা ও ছাই রঙা বর্ডার দেওয়া একটি জ্যাকেট। এই ট্যুরিস্ট পলিশ যে শুধু পর্যটকদের কথামতোই সাহায্য করবে তা নয়। তারা যদি মনে করেন কোন পর্যটক বিপদের সম্মুখীন হয়েছেন সঙ্গে সঙ্গে তারা সেখানে গিয়ে পদক্ষেপ নেবেন। এলাকার পর্যটন ও পর্যটকদের বিষয়ে সংশ্লিষ্ট থানা ও পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবে।
এই ট্যুরিস্ট পুলিশদের দায়িত্ব ও কর্তব্য কি তা জেলা পুলিশের তরফে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। যেমন কোন পর্যটকরা তাদের কাছে এলে আতিথেয়তার মত করেই ব্যবহার করা। মনোযোগ সহকারে তাদের সমস্যা শোনা। সমস্যা সমাধানের জন্য যাবতীয় করণীয় পন্থা বা ব্যবস্থা নেওয়া। প্রয়োজনে তাদের নাম, ঠিকানা, ফোন নম্বর সংশ্লিষ্ট খাতায় নথিভুক্ত করা। এমনকি প্রয়োজন পড়লে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.