Advertisement
Advertisement

সোজা পথের ধাঁধায় না হেঁটে চলুন হিমালয়ের ‘সোঝা’য়

যেখানে চাইলে একদিনের জন্য একটি জলপ্রপাতকে আপনও করে নিতে পারেন৷

Places to Visit in Shoja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 6, 2016 7:41 pm
  • Updated:October 6, 2016 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতে বাঁধা পথে তো সবাই হাঁটে, ব্যতিক্রম ক’জনই বা হতে পারেন৷ ক’জনই বা ইচ্ছে হলেই বেরিয়ে পড়তে পারেন নিজের মগের মুলুকের সন্ধানে৷ আপনি যদি পারেন, তবে সোজা পথের ধাঁধায় না হেঁটে চলে যেতেই পারেন হিমালয়ের ‘সোঝা’ ঠিকানায়৷

banjara-sojha-1_dp_600_400

Advertisement

কী কী দেখবেন –  

  • পাহাড়ের কোলে নিজস্ব বৈচিত্র নিয়ে বেড়ে উঠেছে ‘সোঝা’৷
  • গ্রামের চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেবদারুর সম্ভার৷
  • এখানকার কাঠের তৈরি মন্দিরের কাঠামোগুলি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের দোরগোড়ায়৷
  • কাছেই রয়েছে রঘুপুর দুর্গ৷ যেখান থেকে হিমালয়ের ‘প্যানারোমিক ভিউ’ দেখা এক অনন্য অভিজ্ঞতা৷
  • রয়েছে শান্ত-সুন্দর সেরোলসর লেক৷ শীতকালে যার সমস্ত জল বরফে পরিণত হয়৷
  • ‘সোঝা’র নিজস্ব ‘ওয়াটারফল পয়েন্ট’ রয়েছে৷ চাইলে একদিনের জন্য একটি জলপ্রপাতকে আপনও করে নিতে পারেন৷

retreat-sojha-himachal

কীভাবে যাবেন –

  • বিমানে গেলে নামতে হবে কুলু-মানালি বিমানবন্দরে৷ সেখান থেকে ‘সোঝা’র দুরত্ব ৮০ কিলোমিটার৷
  • ট্রেনে গেলে নামবেন যোগিন্দর নগর রেল স্টেশনে৷ সেখান থেকে ১৬৪ কিলোমিটারের পথ গাড়ি ভাড়া করে যেতে পারেন৷ কুলু থেকে বাসও পাওয়া যায়৷

কোথায় থাকবেন –

থাকার জন্য হোটেল একটু কম থাকলেও পাহাড়ে কোলে সুন্দর কটেজ অবশ্যই পেয়ে যাবেন৷ ‘হোম স্টে’র ব্যবস্থাও রয়েছে৷

untitled-2

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement