Advertisement
Advertisement

যেখানে পূর্ণিমার রাতে হয় দেবী দুর্গার আরাধনা

পাহাড়ে কোলে সেই ঠিকানায় ঘুরে আসুন পুজোর পর৷

Pastanga, East Sikkim – 28 kms from Gangtok
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 7:26 pm
  • Updated:October 2, 2016 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাস্তাঙ্গা৷ বলতে গেলে ছোট্ট গ্রাম৷ কিছুটা প্রকৃতির ইচ্ছে, কিছুটা মানুষের প্রচেষ্টা – এই দুইয়ে মিলে কাঞ্চনজঙ্ঘার কোলে শোভা পায় পূর্ব সিকিমের এই ছোট্ট পাহাড়ি আস্তানা৷

tourist-village-pastangaa-s

Advertisement

কী দেখবেন –

  • গ্রামের ঢুকলেই চোখে পড়বে অদ্ভূত দর্শন বাড়িগুলি৷ ভুটিয়াদের ঐতিহ্যবাহী এই বাড়িগুলি তৈরি হয় বাঁশ-মাটি-কাঠের স্তর বিশিষ্ট দেওয়ালে৷
  • গ্রামের চারপাশে নিজস্ব নিয়মে বেড়ে উঠেছে অর্কিডের দল৷
  • একটু আশেপাশে ঘুরলে খুঁজে পাওয়া যাবে অনেক ভেষজ উপাদান৷
  • পাস্তাঙ্গার অন্যতম আকর্ষণ সুমনি-হোয়ারি জলপ্রপাত৷ যেখানে পূর্ণিমা রাতে করা হয় দেবী দুর্গার আরাধনা৷

1

কীভাবে যাবেন –

গ্যাংটক থেকে মাত্র এক ঘণ্টার ড্রাইভে পৌঁছে যাওয়া যায় পাস্তাঙ্গা৷ নিজস্ব গাড়ি থাকলে ভাল, নইলে ট্যাক্সি বুক করেও যেতে পারেন৷

কোথায় থাকবেন –

পাস্তাঙ্গায় কোনও হোটেল বা রিসর্ট নেই৷ থাকতে গেলে স্থানীয়দের বাড়িতেই ব্যবস্থা করতে হবে৷ আর সেটা যেকোনও পাঁচতারা হোটেলের থেকে ভাল অভিজ্ঞতা হবে, এমনটাই অভিমত ঘুরে আসা পর্যটকদের৷

3

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement